দেশের অস্তিত্বকে বিশ্বাস না করলে নির্বাচন করার দরকার নেই: মোহাম্মদ এ আরাফাত

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৩, ১০:২৫ এএম

দেশের অস্তিত্বকে বিশ্বাস না করলে নির্বাচন করার দরকার নেই: মোহাম্মদ এ আরাফাত

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

যারা দেশের অস্তিত্বকে বিশ্বাস করে না, তাদের  নির্বাচন করার দরকার নেই। তারা (বিএনপি) অগ্নিসন্ত্রাস করে মানুষ মারছে। গণমানুষের সম্পদ, গণপরিবহন পুড়িয়ে জনগণের সমর্থন পাওয়া যায় না।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উত্তর ও দক্ষিণ লালাসরাই এলাকায় গণসংযোগকালে ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দরকার একটা অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন। কোনো একটি বিশেষ দল নির্বাচনে আসলো কিনা তাতে আমাদের কিছু আসে যায় না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে আরাফাত বলেন, আপনাদের সহনশীল হতে হবে এবং সকলকে ভোট কেন্দ্রে আসতে উৎসাহ দিতে হবে। বিশৃঙ্খলা এবং হট্টগোল সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারলেই নির্বাচন গ্রহণযোগ্য হয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আন্দোলন-সংগ্রাম করে বাংলাদেশের জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে। আজকের যে নির্বাচনী সংস্কারও আওয়ামী লীগ করেছে।

আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের পক্ষে উল্লেখ করে এই প্রার্থী বলেন, নির্বাচন ভোটার আইডি হালনাগাদ করে ১ কোটি ভুয়া ভোটার বাদ দেওয়া, স্বচ্ছ ব্যালট বক্স, ইভিএম, ভোটার আইডি, এই সব কিছু আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন বলেও দাবি করেন তিনি।

এসময় নৌকার এই প্রার্থী জানান, আগামী নির্বাচনের পরেই বিআরপি পুর্নবাসন প্রক্রিয়া তরান্বিত করা হবে। আজকের বাংলাদেশ শিক্ষা-দীক্ষা এবং প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়া বাংলাদেশকে ধরে রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান ও জানান তিনি।

Link copied!