জানুয়ারি ১১, ২০২৪, ০৪:১৮ পিএম
দ্বাদশ জাতীয় সংসদের জন্য গঠিত হলো মন্ত্রিসভা। আবারও শিল্প মন্ত্রণালয়েই পূর্ণ মন্ত্রী হিসেবে বহাল থাকছেন জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ১৯৮৬ সালে আওয়ামী লীগ মনোনীত চতুর্থ জাতীয় সংসদের সংসদ-সদস্য ছিলেন। পরে তিনি কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তারপর ২০০৮ সাল থেকে টানা ২০২৪ সাল পর্যন্ত পরপর চারবার এই আসনের ভোটাররা জনগণের প্রতিনিধি হিসেবে তাকে নির্বাচিত করেন। ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন শিল্পমন্ত্রী হুমায়ূন। দীর্ঘ ১৯ বছর ধরে স্প্রিন্টারের গুলি শরীরে বহন করে জীবনযাপন করে যাচ্ছেন।
নবম জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ০৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দশম জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।