পৈত্রিক জমির বোরো ধান বিক্রি করে প্রধানমন্ত্রীর আয় ৯৬,০০০ টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৯, ২০২৪, ০৪:৩৯ পিএম

পৈত্রিক জমির বোরো ধান বিক্রি করে প্রধানমন্ত্রীর আয় ৯৬,০০০ টাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো তার পৈতৃক জমিতে উৎপাদিত ৮০ মণ বোরো ধান টুঙ্গিপাড়া খাদ্য গুদামের কাছে করে পেয়েছেন  ৯৬,০০০ টাকা।

খাদ্য গুদামের পক্ষ থেকে মঙ্গলবার প্রধানমন্ত্রীর ধান সংগ্রহ করা হয়। এতে প্রধানমন্ত্রীর ঠিকানা হিসেবে ধানমন্ডির সুধা সদন উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বছর বোরো মৌসুমে তিনি প্রথমবারের মতো খাদ্য গুদামের কাছে ধান বিক্রি করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদান করা ৩ টন ধানের ওজন মান ও মজুত সনদের তথ্য অনুযায়ী তিনি সরকারি ধার্য করা মূল্য ৩২ টাকা কেজিতে, ৭৫ বস্তায় ৩,০০০ কেজি ধান বিক্রি করেছেন। এতে তিনি ৯৬,০০০ টাকা পেয়েছেন। সনাতন পদ্ধতির পরিমাপে প্রধানমন্ত্রীর বিক্রি করা ধানের পরিমাণ ৮০.৩৯ মণ।

টু্ঙ্গিপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) বিদ্যুৎ কুমার বিশ্বাস প্রধানমন্ত্রীর ধান বিক্রির প্রসঙ্গে বলেন বলেন, “প্রধানমন্ত্রী তিন টন ধান সরকারি খাদ্য গুদামের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করেছেন। এ থেকে তিনি ৯৬,০০০ টাকা পেয়েছেন। তার ব্যাংক হিসাবে অনলাইনে অর্থ হস্তান্তর করা হয়েছে।”

“প্রধানমন্ত্রী তার পৈতৃক জমিতে উৎপাদিত ধান বিক্রি করছেন। কৃষি বিভাগের মাধ্যমে উপজেলা খাদ্য গুদাম এই ধান ক্রয় করেছে।” বলেন  উপজেলা কৃষি কর্মকর্তা রকিবুল ইসলাম। 
 

Link copied!