নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৯, ২০২৩, ১০:২৭ এএম

নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক (৭৫) নির্বাচনের আট দিন আগে মারা যাওয়া ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠক সূত্রে এই তথ্য জানা যায়। 

অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন নওগাঁ-২ আসনের প্রার্থী মৃত্যুবরণ করায় আরপি ও ১৭ অনুসারে নওগার রিটার্নিং অফিসার ওখানের নির্বাচন স্থগিত করবে । নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পুনঃ তফসিল হবে। তবে কবে পুনঃ তফসিলের পর পুরাতন প্রার্থীদের সঙ্গে নতুন প্রার্থী যোগ হতে পারে। 

নির্বাচন কমিশনের আরপিও অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার করেননি এমন কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী যদি মৃত্যুবরণ করেন অথবা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১ক ও ৯১ঙ অনুচ্ছেদের বিধান অনুযায়ী যদি প্রার্থিতা বাতিল হয়, তবে অনুচ্ছেদ ১৭ এর দফা (১) অনুসারে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নির্বাচন কার্যক্রম বাতিল করার বিধান রয়েছে। অতঃপর গৃহীত ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে।

এইক্ষেত্রে কমিশন ওই নির্বাচনী এলাকার জন্য নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করবেন। সিদ্ধান্ত অনুসারে নির্বাচন অনুষ্ঠানে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। সাথে সাথে যাদের মনোনয়নপত্র আগে বৈধ হয়েছিল তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

উল্লেখ, আজ ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই স্বতন্ত্র প্রার্থী ভোরে তার মৃত্যু হয় বলে নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মওলা জানান।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্ধের পর এখন চলছে প্রচারণা। যা শেষ হবে আগামী ৫ই জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ই জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বচ্চ ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।

Link copied!