যেসব কেন্দ্রে ভোট দিবেন নির্বাচন কমিশনাররা

জাতীয় ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৪, ০৭:২৭ পিএম

যেসব কেন্দ্রে ভোট দিবেন নির্বাচন কমিশনাররা

সংগৃহীত ছবি

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

এর আগে, দ্বাদশ সংসদ নির্বাচনের প্রথম ভোটার হিসেবে গত ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ওই দিন দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।

এদিন সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বেইলি রোডে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এ ছাড়া দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিবেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। অন্যদিকে, ইসি আনিছুর রহমান ধানমন্ডির ঢাকা সিটি কলেজে, ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান মিরপুর ডিওএইচএসের মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এবং ইসি মো. আলমগীর উত্তরা দিয়াবাড়ির একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে।

এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন।

Link copied!