শম্ভুকে মঞ্চে রেখে ইউপি চেয়ারম্যান বললেন, ‘৭ তারিখের পরে নেতার নেতৃত্বে প্রতিশোধ নেব’

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩, ২০২৪, ০৬:৩৫ পিএম

শম্ভুকে মঞ্চে রেখে ইউপি চেয়ারম্যান বললেন, ‘৭ তারিখের পরে নেতার নেতৃত্বে প্রতিশোধ নেব’

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান। সংগৃহীত ছবি

নাশকতার চেষ্টা মামলায় জামিনে মুক্তির পর নৌকা মার্কার সভায় প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেন বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তালতলী উপজেলার তালতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকার জনসভায় বক্তব্যে তিনি এই হুমকি দেন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। মতিউর রহমান বরগুনা জেলা বিএনপির সাবেক সদস্য।

মতিউর রহমান রাজা বক্তব্যে বলেন, ‘আমি শম্ভুদার পক্ষ নিয়ে গৌরীচন্নার জনসভায় বক্তৃতা দেয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী আমাকে গ্রেপ্তার করিয়েছে আমার বাড়ির সামনে থেকে। জানি না তার কত বড় হাত। আমার নেতা আমাকে জামিন করিয়েছে ২৪ ঘণ্টার মধ্যে। বলেছে তুমি ভয় পেওনা, নির্বাচন চালিয়ে যাও। কে কি পারেন, কে কি পারেন না জানা আছে, গোলাম সরোয়ার টুকু সাহেব, খলিল ভাই, ফোরকান ভাই, তার সাথে শম্ভু দার তুলনা নাই।’

এরপর তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন শরীফকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি যখন একা ছিলাম চেয়ারম্যান হিসেবে তখন আপনারা বড় বড় নেতা নিয়েও আমার সঙ্গে যুদ্ধ করেছেন। আজকে যখন আমার মাথার উপর একটি ছাদ (ধীরেন্দ্র দেবনাথ শম্ভু) দাঁড়িয়েছে, তখন আবার হুমকি দেয়া শুরু করেছেন। আপনি তো জানেন না, এ হাত কত লম্বা, এ ছাদের হাত অনেক বড় লম্বা। আমাকে তো দূরের কথা, কোনো সাধারণ মানুষকেও ভয় দেখালে ৭ তারিখের পরে আমি আমার নেতার নেতৃত্বে প্রতিশোধ নেব।’

মতিউর রহমান রাজা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। গত ইউপি নির্বাচনে বিএনপি-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। তিনি জেলা বিএনপির (নজরুল—হালিম কমিটি) সদস্য ছিলেন। এ ছাড়া জেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থী ছিলেন।

ওই জনসভায় বক্তব্যে নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু রাজা প্রসঙ্গে বক্তব্যে বলেন, ‘সাত মাস আগে রাজা আওয়ামী লীগে যোগ দিয়েছে। তবে বিষয়টি কাউকে জানায়নি। গোপন রাখা হয়েছিল। সে এখন আমার লোক।’

Link copied!