জানুয়ারি ১১, ২০২৪, ০৩:১১ পিএম
দ্বাদশ জাতীয় সংসদের জন্য গঠিত হলো মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন সাবের হোসেন চৌধুরী।
সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্ব নিয়ে দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন পদে ২০০৯ সাল পর্যন্ত অব্যাহত ছিলেন। তিনি ১৯৯৬ সালে ঢাকার একটি কেন্দ্রীয় আসন থেকে সর্বপ্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
পরবর্তীতে চট্টগ্রামের বন্দর ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এবং পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর উপ-মন্ত্রী হিসেবে ১৯৯৯-২০০১ সালে দায়িত্ব পালন করেন।
২০০১ সালের অক্টোবরে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। এর পাশাপাশি তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।