আমার কাছ থেকে উৎসাহ না পেয়ে সাকিব চলে যায়: হাফিজ

জাতীয় ডেস্ক

মার্চ ১৯, ২০২৪, ১০:০৪ এএম

আমার কাছ থেকে উৎসাহ না পেয়ে সাকিব চলে যায়: হাফিজ

ছবি: সংগৃহীত

সাকিব আমার কাছে এসে রাজনীতিতে যোগদানের ইচ্ছা জানায়। কিন্তু আমার কাছ থেকে উৎসাহ না পেয়ে সে চলে যায় বলে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট জানতে অনেক জুনিয়র সেনা কর্মকর্তারা আমার সঙ্গে যোগাযোগ করে। ভোটের কয়েক মাস আগে দুই-তিনজন সাবেক সেনা কর্মকর্তা আমাকে পরামর্শ দেয় নতুন দল করার। সরকারের পক্ষ থেকেও কয়েকজন ভেবেছিল যে, আমি বিএনপি ছাড়ার জন্য উন্মুখ হয়ে আছি।’

সাবেক কয়েকজন সেনা কর্মকর্তারা বিএনএম গঠন করে জানিয়ে মেজর হাফিজ বলেন, ‘আমাকে সেখানে যোগ দেওয়ার অনুরোধ জানায় এবং তারাই সাকিব আল হাসানকে নিয়ে আমার কাছে নিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘সাকিব আমার কাছে আসার পর আমি তাকে বলি, রাজনীতি করা তোমার বিষয়। এখনও তুমি খেলাধুলা করছো, রাজনীতি করবে কি না- তুমি চিন্তাভাবনা করে দেখ। আমার কাছ থেকে উৎসাহ না পেয়ে সে চলে যায়।’

Link copied!