পীরগঞ্জ-তারাগঞ্জে নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২৩, ১০:৩২ এএম

পীরগঞ্জ-তারাগঞ্জে নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনা

ফাইল ছবি

আগামী ৭ জানুয়ারির নির্বাচনে রংপুরসহ অন্যান্য জেলায় আওয়ামী লীগের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি পৃথক নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সবশেষ গত ২ আগস্ট তিনি রংপুর গিয়েছিলেন।

মঙ্গলবার এই নির্বাচনী প্রচারণার যাত্রা করবেন তিনি। পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ৩টায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে রংপুর-২-এর তারাগঞ্জ ও রংপুর-৬-এর পীরগঞ্জে জনসভায় ভাষণ দেবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চার আসনে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বাকি দুই আসন রংপুর-১ ও রংপুর-৩ জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।

রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) থেকে লড়ছেন আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, রংপুর-৪ (কাউনিয়া ও পীরগাছা) থেকে টিপু মুনশি, রংপুর-৫ (মিঠাপুকুর) থেকে রাশেক রহমান ও রংপুর-৬ (পীরগঞ্জ) থেকে ড. শিরীন শারমিন চৌধুরী।

রংপুর-২ আসনে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ও রংপুর-৬ আসনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বর্তমান সংসদ সদস্য। ২০০৮ সাল থেকে টানা তিনবার রংপুর-৬ আসনে নির্বাচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এবার ছেড়ে দেওয়ায় এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি ২০১৪ ও ২০১৮ সালে পরপর দুটি উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পীরগঞ্জের পুত্রবধূ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যার শ্বশুরবাড়িতে আগমন উপলক্ষে নতুন রূপে সেজেছে পীরগঞ্জ। ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে পুরো এলাকা। কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পাঁচ বছর পর শ্বশুরবাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুরে পা রাখছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সেখানে প্রধানমন্ত্রী পীরগঞ্জের লালদীঘির ফতেহপুর গ্রামে ‍‍ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্রতিষ্ঠিত জয় সদন‍-এ অবস্থান করবেন। সেখানে স্বামী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত ও নিকটাত্মীয়দের সাথে কুশল বিনিময় করবেন শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে শেখ হাসিনা সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছবেন বলে জানান রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল। দুপুরে তিনি তারাগঞ্জের ওয়াকফ স্টেট কলেজ মাঠে ও বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় ভাষণ দেবেন।

পীরগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র তানজিবুল ইসলাম শামীম জানান, প্রধানমন্ত্রীর সফরের সবকিছু সুষ্ঠুভাবে রাখতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে।

জনসভায় প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল-স্লোগানসহ ব্যাপক লোকসমাগম ঘটবে এবং নিকটবর্তী গাইবান্ধা, দিনাজপুর ও রংপুরের আওয়ামী লীগ নেতা-কর্মীদের সমন্বয়ে ২ লক্ষাধিক মানুষের ঢল নামবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Link copied!