ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১২:৫৮ পিএম
দীর্ঘ ১৪ বছর ধরে ইতালিতে ছিলেন স্ত্রী-সন্তানকে নিয়ে। বার্ধক্যজনিত কারনে মৃত মাকে শেষবারের মতো দেখতে এসেছিলেন। কিন্তু তা আর হলো না। দেশে ফিরে মায়ের মরদেহ দেখার আগেই ছেলেও চলে গেল না ফেরার দেশে।
নরসিংদীতে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন–ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই এলাকার বাসিন্দা শাহজাহানের ছেলে ইতালিপ্রবাসী শাহ আলম (৫০) এবং তাঁর ভগ্নিপতি একই উপজেলার শামসু উদ্দিনের ছেলে সেলিম মিয়া (৪০)।
এদিকে গতকাল বুধবার ইতালিপ্রবাসী শাহ আলমের মা বার্ধক্যের কারণে মারা যান। তাঁর জানাজায় অংশ নিতে ছেলে দেশে এসেছিলেন। বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
ইটাখোলা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী মাইক্রোবাসটি বেপরোয়া গতিতে ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। মাইক্রোবাসের চালক এবং অপর যাত্রী নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।