সরকারের আচরণ দেখে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথেই এগোচ্ছে: রিজভী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১১, ২০২৫, ০১:০৬ পিএম

সরকারের আচরণ দেখে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথেই এগোচ্ছে: রিজভী

ছবি: সংগৃহীত

সরকারের আচরণ দেখে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথেই এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে অবাধে লোক ঢুকছে, অথচ সরকারের কেউ এ নিয়ে কিছু বলছে না।

রোববার, ১১ মে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা শোভাযাত্রা শেষে এসব মন্তব্য করেন তিনি।

রিজভী অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শিশু-কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। তিনি লোক দেখানো নামাজের কথা বলতেন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘শেখ হাসিনা ও খালেদা জিয়ার পার্থক্য দেশের সাধারণ মানুষ দেখেছে। তারা বেগম জিয়াকে শ্রদ্ধা করে, কারণ তিনি প্রকৃত গণতন্ত্রের পক্ষে ছিলেন।’

রিজভী বর্তমান অন্তবর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘মানুষ দ্রুত নির্বাচন চাইলেও সরকার নিরুত্তর। এতে জনগণের মনে নানা ধরনের সন্দেহ দানা বাঁধছে।’

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের প্রতিনিধি আবদুল হামিদ কীভাবে পালান? লাল পাসপোর্ট বাতিল হয়নি, উপদেষ্টারা থেকেও ব্যর্থ হল কেন?’

রিজভী অভিযোগ করেন, সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে লোক ঢুকছে, অথচ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসছে না। রিজভী বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক দেশের জন্য ঈর্ষার বিষয়। ভারত বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালায়, এজন্য তারা প্রকৃত বন্ধু হতে পারে না।’ 

Link copied!