নতুন মন্ত্রিসভায় বাড়েনি নারী সদস্য; এসেছে নতুন মুখ

ফারহানা জিয়াসমিন

জানুয়ারি ১১, ২০২৪, ০২:২২ এএম

নতুন মন্ত্রিসভায় বাড়েনি নারী সদস্য; এসেছে নতুন মুখ

দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার নারী সদস্যরা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মোট ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার। এদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করার মাধ্যমে যাত্রা শুরু করবে নতুন মন্ত্রিসভা।

মন্ত্রিসভার প্রধান থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকবেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে। এবারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ডাক পাওয়াদের মধ্যে নারী সদস্য রয়েছেন মাত্র তিনজন। তারা হলেন- ডা. দীপু মনি, সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি।

তাদের মধ্যে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডা. দীপু মনি আর প্রতিমন্ত্রী হয়েছেন সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি। 
চলুন জেনে নেই নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া এই তিন নারী সংসদ সদস্যের বর্তমানে কী দায়িত্ব পালন করছেন- 

ডা. দীপু মনি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ১ লাখ ৮ হাজার ১৬৬ ভোট পেয়ে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে ৮৩ হাজার ৯৬৯ ভোটে হারিয়ে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন দীপু মনি। 

এ পর্যন্ত দুই দফায় মন্ত্রিত্ব পেয়েছেন বর্তমান মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী দীপু মনি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সে মেয়াদে শেখ হাসিনার মন্ত্রিসভার বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান ডা. দীপু মনি। 

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সেবার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। 

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। এ মেয়াদে বাংলাদেশের প্রথম নারী হিসেবে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান তিনি।

সিমিন হোসেন রিমি

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের কন্যা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের বোন সিমিন হোসেন রিমি। এবার প্রতিমন্ত্রী হিসেবেও নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন এই বর্তমান সংসদ সদস্য। 

এর আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে তাঁর ফুফাতো ভাই ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলম আহমদকে ৪৫ হাজারেরও বেশি ভোটে হারিয়ে জয় পেয়েছেন তিনি। নৌকা প্রতীক নিয়ে সিমিন হোসেন পেয়েছেন ৮৯ হাজার ৭২৯ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলম আহমদ পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট।

অধ্যাপক রুমানা আলী টুসি

টানা ৫ বার গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট মো. রহমত আলী। স্বাধীনতার পর তাঁকে ছাড়া এ পর্যন্ত শ্রীপুর থেকে মন্ত্রিসভায় ঠাঁই হয়নি কারও। বাবার আসনে প্রথমবার নৌকার প্রার্থী হয়েই বাজিমাত করেছেন অ্যাডভোকেট রহমত আলীর কন্যা অধ্যাপক রুমানা আলী টুসি। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজকে ২৪ হাজার ৫২২ ভোটের ব্যবধানে হারিয়েছেন রুমানা আলী।

এর আগে একাদশ জাতীয় সংসদে ১৪ নং সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি।

মন্ত্রিসভা থেকে হারিয়ে গেলেন যে নারীরা

একাদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত মন্ত্রিসভায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে তিনজন নারী সংসদ সদস্য ছিলেন। তারা হলেন- ডা. দীপু মনি, বেগম মন্নুজান সুফিয়ান ও বেগম হাবিবুন নাহার। তাদের মধ্যে ডা. দীপু মনি আছেন এবারের মন্ত্রিসভায়।

খুলনা-৩ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবারের নির্বাচনে নৌকার মনোনয়নই পাননি। 

অন্যদিকে বাগেরহাট-৩ আসনে (রামপাল- মোংলা) চতুর্থবারের মতো ব্যাপক ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েও মন্ত্রিসভায় ঠাঁই পাননি বর্তমান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদের শপথগ্রহণ শেষেই জানা যাবে কে কোন দপ্তরে যাচ্ছেন দ্বাদশ জাতীয় সংসদ মন্ত্রিসভার নারী সংসদ সদস্যরা।

Link copied!