রাজনৈতিকভাবেই এ পরিস্থিতিকে মোকাবিলা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ৪, ২০২৪, ০৫:০৫ পিএম

রাজনৈতিকভাবেই এ পরিস্থিতিকে মোকাবিলা করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

২৮ অক্টোবর যাদের মোকাবিলা করেছি তারা আবারও সামনে চলে আসছে। রাজনৈতিকভাবেই এ পরিস্থিতিকে মোকাবিলা করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

রোববার (৪ আগস্ট) তথ্য প্রতিমন্ত্রী গণমাধ্যমকে এ কথা বলেন।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, “সরকারি আইনশৃঙ্খলা বাহিনী শান্তির পক্ষে থাকলেও রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যায়, নারায়নগঞ্জ ডিসি, এসপি অফিস, আাদালত, আওয়ামী লীগের স্থানীয় কিছু অফিসে ভাঙচুরসহ অগ্নিসন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।”

তথ্য প্রতিমন্ত্রী বলেন, “কোটা সংস্কারসহ সব দাবি মেনে নেওয়া হয়ে হয়েছে। এখন কোনও শিক্ষার্থী আন্দোলনে নেই। এর পরও এক দফা দাবির মতো রাজনৈতিক দাবি বাস্তবায়নে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে।”

দেশবাসীই সন্ত্রাসীদের প্রতিহত করবে উল্লেখ করে তিনি বলেন, “তারা আজ সন্ত্রাস-সহিংসতার মধ্য দিয়ে সরকারের পতন চায়। তবে আমরা সংঘাত এড়াতে চাই। আমরা এরপরেও চাই শান্তিপূর্ণভাবে যাতে সমাধান হয়।”

এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, “বঙ্গবন্ধু কন্যা ডাক দিলে সবাই রাজপথে নেমে আসবে।”

Link copied!