সুপ্রিম কোর্টে তুলকালাম: বিএনপি নেতা রুহুল কুদ্দুস গ্রেপ্তার

জাতীয় ডেস্ক

মার্চ ৯, ২০২৪, ০৮:৫৩ পিএম

সুপ্রিম কোর্টে তুলকালাম: বিএনপি নেতা রুহুল কুদ্দুস গ্রেপ্তার

ডিবি হেফাজতে মো. রুহুল কুদ্দুস। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগণনাকে কেন্দ্র করে তুলকালামের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি-সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী মো. রুহুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজধানীর তোপখানা রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপির রমনা জোনের (গোয়েন্দা বিভাগ) অতিরিক্ত উপকমিশনার আজহারুল ইসলাম বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগণনাকে কেন্দ্র করে হট্টগোল ও মারধরের ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি রুহুল কুদ্দুসকে আটক করা হয়েছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিপূর্ণভাবে শেষ হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দুই দিনের ভোটগ্রহণ। কিন্তু পরে ভোটগণনাকে কেন্দ্র করে শুক্রবার ভোরে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারধরের ঘটনা ঘটে। এ অবস্থায় ওই দিন ভোটগণনা বন্ধ হয়ে যায়। এরপর শনিবার বিকেলে আবার শুরু হয় ভোটগণনা।

Link copied!