দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

২৯৯ আসনে ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৭, ২০২৪, ০৮:১৬ এএম

২৯৯ আসনে ভোট গ্রহণ শুরু

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

৩০০ আসনের মধ্যে একটি আসন বাদে ২৯৯ আসনে ভোটগ্রহণ চলবে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে ইসি। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন স্থানীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক। আর ৩০ দেশের ১১৭ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন কমিশনের অনুমোদন পেয়েছেন।  

নির্বাচনে অংশ নিয়েছে যেসব রাজনৈতিক দল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ১,৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ৪৩৬ জন।

আওয়ামী লীগ, জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ মুসলীম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি।

নির্বাচনি ময়দানে থাকছে না বিএনপি-জামায়াত জোট। তবে কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নৌকা ও স্বতন্ত্রদের লড়াই চলবে। 

ভোটার ও ভোটকেন্দ্র

ইসির তথ্য অনুসারে, ১১,৯৩,৩২,৯৩৪ জন ভোটার রয়েছে, যার মধ্যে ৬,০৫,৯২,১৯৭ জন পুরুষ, ৫,৮৭,৩৯,৮৮৯ জন মহিলা এবং ৮৪৮ জন হিজড়া। নির্বাচনী এলাকার ৪২,০২৪ টি ভোটকেন্দ্রের ২,৬০, ৮৫৬টি বুথের অধীনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রায় ১০,০০০ ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ভোট কেন্দ্র, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ভবনের নিরাপত্তা জোরদার ও নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছে ইসি।

এবার ভোটে রিটার্নিং অফিসার হিসেবে ৬৬ জন দায়িত্ব পালন করছেন। এর মধ্যে দুইজন বিভাগীয় কমিশনার এবং ৬৪ জন জেলা প্রশাসক।

৫৯০ জন সহকারী রিটার্নিং অফিসারের মধ্যে ৪৯৩ টি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও), ৫৬ উপজেলা নির্বাচন কর্মকর্তা, স্থানীয় সরকারের ১৪ জন উপ-পরিচালক, ৮ জন অতিরিক্ত জেলা প্রশাসক, ১১ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, পাঁচজন সেনানিবাসের নির্বাহী কর্মকর্তা, দুইজন সহকারী কমিশনার (ভূমি) এবং একজন সার্কেল কর্মকর্তা- নির্বাচন পরিচালনা করবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি

প্রতিটি ভোটকেন্দ্রের সুরক্ষার জন্য ১৫-১৭ জন নিরাপত্তা সদস্যের একটি থাকবে কারণ নির্বাচন কমিশন মেট্রোপলিটন এলাকার বাইরে অবস্থিত ভোট কেন্দ্র এবং মেট্রোপলিটন এলাকার অভ্যন্তরে অবস্থিত কেন্দ্রগুলির জন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে।

মেট্রোপলিটন এলাকার বাইরে দুইজন পুলিশ, অস্ত্রসহ একজন আনসার, অস্ত্র বা লাঠি হাতে একজন আনসার, লাঠি হাতে ১০ জন আনসার, লাঠি হাতে একজন বা দুইজন গ্রাম পুলিশ সদস্যসহ ১৫-১৬ জনের একটি দল প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রের নিরাপত্তা দেবে। তবে প্রতিটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের ক্ষেত্রে (যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত) অস্ত্রসহ তিনজন পুলিশসহ ১৬-১৭ জনের একটি দল থাকবে। মেট্রোপলিটন এলাকার অভ্যন্তরে, প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবে ১৫ সদস্যের একটি নিরাপত্তা দল যার মধ্যে তিনজন পুলিশ সদস্য অস্ত্রসহ, একজন আনসার অস্ত্রসহ, আরেকজন আনসার অস্ত্র বা লাঠিসহ এবং ১০ জন আনসার সদস্য প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবেন।

এছাড়াও সারাদেশে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রায় আট লাখ নিরাপত্তাকর্মী নির্বাচনী দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ৩৮,১৫৪ জন সেনা সদস্য, ২,৮২৭ জন নৌবাহিনী (১৯ জেলা), ৪৪,৯১২ (১১৫১ প্লাটুন) বিজিবি সদস্য, ২,৩৫৫ (৭০ প্লাটুন) কোস্টগার্ড সদস্য, ৬০০ র‌্যাব টিম এবং ৯৫ টি র‌্যাব রিজার্ভ দল, ১,৭৪,৭৬৭ জন পুলিশ সদস্য এবং ৫,১৪,২৮৮ জন আনসার সদস্য।

যান চলাচলে নির্দেশনা
নির্বাচন উপলক্ষে ৫ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ইসির স্টিকার লাগানো মোটরসাইকেল এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এছাড়া নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত কতিপয় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব যানবাহনের মধ্যে রয়েছে ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক।

Link copied!