কারাগার থেকে বেরিয়ে যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১১:১৪ এএম

কারাগার থেকে বেরিয়ে যা বললেন মির্জা ফখরুল

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নেতা–কর্মীরা ফুল দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান। ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতির বাসায় হামলাসহ নাশকতার ১০ মামলায় জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বেলা ৩ টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।

মির্জা ফখরুলের সাথেই জামিনে মুক্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও।

মির্জা ফখরুল বলেন, তাঁদের আন্দোলনের কোনো ক্ষতি হয়নি। তাঁরা ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত রাখবেন।

মির্জা ফখরুল বলেন, ৭ জানুয়ারির একপক্ষীয় নির্বাচন করে সরকারই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির কোনো ক্ষতি হয়নি।

এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন, তাঁরা তাঁদের আন্দোলন চালিয়ে যাবেন।

গত ২৮ অক্টোবর বিএনপি ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়। পরে সেদিনই তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর ২২ নভেম্বর ঢাকার সংশ্লিষ্ট জজ আদালত তার জামিনের আবেদন নাকচ করেন। বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিভিন্ন দফায় হাইকোর্ট ও নিম্ন আদালতে মোট চারবার মির্জা ফখরুলের জামিন আবেদন খারিজ হয়।

অন্যদিকে ৩ নভেম্বর গুলশান থেকে আমীর খসরুকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে ২৮ অক্টোবর দলের মহাসমাবেশে সংঘর্ষে এক কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

Link copied!