বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে পুরো দেশজুড়ে ১৯ জন নারী জয় লাভ করেছেন। যেখানে ১৫ জন নারী আওয়ামী লীগ থেকে এবং ৪ জন নারী স্বতন্ত্র থেকে ভোটে জয়ী হয়েছেন।
যে সকল নারীরা আওয়ামী লীগ প্রার্থী হিসেবে জয় লাভ করেছেন-
১. উম্মে কুলসুম স্মৃতি গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৫৭ হাজার ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
২. বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।
৩. সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জয়লাভ করেছেন যমুনাপাড়ের নারী নেত্রী জান্নাত আরা হেনরী।
৪. বাগেরহাট-৩ (রামপাল- মোংলা) আসনে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন হাবিবুন নাহার।
৫. বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের সুলতানা নাদিরা জয়লাভ করেছেন।
৬. শেরপুর-২ আসনে জয়লাভ করেছেন সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ২০২৩ সালের ১২ জানুয়ারিতে তিনি জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব নেন তিনি।
৭. ময়মনসিংহ-৩ আসনে নিলুফার আঞ্জুম ভোটের দিক থেকে এগিয়ে আছেন তবে একটি কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় চূড়ান্ত ফলাফল স্থগিত করা হয়।
৮. কিশোরগঞ্জ-১ আসনে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মেয়ে সৈয়দা জাকিয়া নূর (লিপি)।
৯. মুন্সীগঞ্জ- ২ আসনে সাগুফতা ইয়াসমিন চতুর্থবারের মতো তিনি টঙ্গীবাড়ী--লৌহজংয়ে এমপি হিসাবে জয়ী হয়েছেন।
১০. গাজীপুর-৩ আসনে রুমানা আলী জয়লাভ করেন। তিনি একাদশ জাতীয় সংসদে ১৪ নং সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে ছিলেন।
১১. গাজীপুর -৪ আসনে সিমিন হোসেন রিমি সংসদ সদস্য হয়েছেন। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে এবং সেই সঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য গাজীপুরের এমপি ছিলেন।
১২. গোপালগঞ্জ-৩ আসনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন। এ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। টানা চতুর্থবারের মতো তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
১৩. চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে দীপু মনি চতুর্থবারের মতো বিপুল ভোটে নির্বাচিত হলেন। এর আগে শিক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৪. চট্টগ্রাম-২ আসনে ২৮ বছর পর প্রথমবারের মত চট্টগ্রামের নারী সংসদ সদস্য হিসেবে খাদিজাতুল আনোয়ার সনি নির্বাচিত হয়েছেন।
১৫. কক্সবাজার-৪ আসনে শাহীন আক্তার দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন চার জন নারী।, তাদের নিয়ে হচ্ছে বিশেষ আলোচনা। জয়ী স্বতন্ত্র নারী প্রার্থীরা হলেন-
১. হবিগঞ্জ-১ আসনে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। আওয়ামী লীগের মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করে জয় লাভ করেছেন এই সাবেক সংরক্ষিত সংসদ সদস্য।
২. সুনামগঞ্জ-২ আসনে জয়া সেন গুপ্তা। কাঁচি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী।
৩. মাদারীপুর জেলার প্রথম নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) তাহমিনা বেগম। বিজয়ী তাহমিনা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
৪. গাইবান্ধা-১ আসন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিলে সেখানে নৌকাপ্রার্থী আফরোজা বারীকে মনোনয়ন প্রত্যাহার করতে হয়। তারপর ওই আসনে তাঁর মেয়ে আব্দুল্লাহ নাহিদ নিগার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছেন।
এদিকে গতবার আওয়ামী লীগ থেকে জয়ী প্রার্থী হওয়া সত্ত্বেও, এবারের ভোটের ফলাফলে চার নারী পিছিয়ে রয়েছেন। তারা হলেন -
১. (মানিকগঞ্জ-২) মমতাজ বেগম
২. (ঢাকা-৪) সানজিদা খানম
৩. (গাজীপুর-৫) মেহের আফরোজ চুমকি
৪. (কুমিল্লা-২) সেলিমা আহমাদ