কেন বাদ পড়লেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক!

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২৪, ০১:৩৭ পিএম

কেন বাদ পড়লেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক!

কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাকের মন্ত্রীসভা থেকে বাদ পড়া নিয়ে বিস্মিত হয়েছেন অনেকেই। সংগৃহীত ছবি

নতুন মন্ত্রিসভার ৩৭ জনের মধ্যে জায়গা হয়নি কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাকের।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাকের মন্ত্রিসভা থেকে বাদ পড়া নিয়ে বিস্মিত হয়েছেন অনেকেই। আবার অনেকেই ভাবছেন তিনি দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। অনেকের আবার ধারণা এটা প্রথম ধাপ, পরবর্তী ধাপে তিনি আবার মন্ত্রীসভায় ঢুকবেন।

কৃষিমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের সাথে কাজ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান। তিনি বলেন, “কেন আব্দুর রাজ্জাকের মতো যোগ্য ও সফল একজন মন্ত্রীকে কৃষি মন্ত্রণালয় থেকে বাদ দেয়া হলো তা বোঝা যাচ্ছে না।”

”করোনা মহামারির সময় বিশ্ব খাদ্য পরিস্থিতিতে যে সংকট তৈরি হয় তা সফলভাবে মোকাবিলা করেন। ওই কঠিন পরিস্থিতিতে তিনি কৃষি ও খাদ্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেরেছিলেন। শুধু স্বাভাবিকই নয় বরং পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছিলেন রেকর্ড পরিমাণ খাদ্য শস্য উৎপাদনের মাধ্যকে।

“তাঁর সামর্থ্য নিয়ে প্রশ্ন নাই। জনগণের সুবিধার্থে ঝুঁকি নিয়ে তিনি চাকরিও হারিয়েছিলেন। উনি জনবান্ধব ও কৃষকবান্ধব ছিলেন।” বলেন তিনি।

এদিকে কিছু কর্মকর্তা জানিয়েছেন, বড় বড় প্রকল্পগুলোতে ব্যপক দুর্নীতির কথা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। 

বিশেষ করে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক সর্ববৃহৎ প্রকল্পটিতে বেশ অনিয়মের খবর মিডিয়াতে প্রকাশিত হয়েছে। একই সঙ্গে অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির দৃশ্যমান প্রমাণ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা তার বাদ পড়ার সিদ্ধান্তে অনেকটা প্রভাব বিস্তার করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের এক কর্মকর্তা বলেন, “সব কিছুর তথ্যই প্রধানমন্ত্রীর কাছে থাকে। তাই তিনি সে আঙ্গিকেই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে হয়।

তবে দল সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, হয়তো তাকে দলীয় গুরুত্বপূর্ণ পদ দেয়ার কথা ভাবা হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, “প্রধানমন্ত্রী কখন কী করেন তা আগে থেকে কেউ বলতে পারবে না। এমনও হতে পারে তাকে শীঘ্রই মন্ত্রীসভায় অন্তর্ভূক্ত করা হবে। এখন যাদের নিয়োগ দেয়া হচ্ছে তারা প্রথম ধাপ।

Link copied!