আগস্ট ১৯, ২০২৪, ০৫:০০ পিএম
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এই রিট করেছেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যেসব প্রতিষ্ঠান রয়েছে, সেসবে নাম বদলও চাওয়া হয়েছে।
এ ছাড়া রিটটিতে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চাওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফিরিয়ে আনতে এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে।
আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, রিটের এসব বিষয়ে রুল ও আদেশ চাওয়া হয়েছে।
বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হবে বলে জানানো হয়েছে।