স্ন্যাপচ্যাটে পাঠানো যাবে এআই জেনারেটেড ছবি

শামস তারেক আজিজ

ডিসেম্বর ১৩, ২০২৩, ০৯:০৯ পিএম

স্ন্যাপচ্যাটে পাঠানো যাবে এআই জেনারেটেড ছবি

ছবি-ভিডিও পাঠানোর অন্যতম এক সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাট। ম্যাসেজিং অ্যাপটি বর্তমানের তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়। বর্তমানে প্রায় সকল সামাজিক যোগাযোগ মাধ্যমেই যুক্ত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্তিম বুদ্ধিমত্তা। আর এই প্রতিযগিতায় কোন অংশেই পিছিয়ে নেই স্ন্যাপচ্যাট।

এআই ছবির ফিল্টার ও এআই চ্যাটবট ‘মাই এআই’ এর পর এবার এআই জেনারেটেড ছবি তৈরি ও পাঠানোর ফিচার নিয়ে আসলো স্ন্যাপচ্যাট। অন্যান্য ছবি জেনারেটর চ্যাটবটের মতো স্ন্যাপচ্যাটেও এখন থেকে বিভিন্ন ধরণের প্রমট বা নির্দেশনা প্রদানে কাঙ্খিত ছবি জেনারেট করে প্রদর্শন করবে অ্যাপটি। আর এই এআই জেনারেটেড ছবিগুলো চাইলে অন্যান্য বন্ধুদের ইনবক্সে পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।

তবে এই ফিচারটি ব্যবহার করতে হলে স্ন্যাপচ্যান্টের প্রিমিয়াম ভার্সন অর্থাৎ স্ন্যাপচ্যাট প্লাস প্ল্যানের ব্যবহারকারী হতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কীভাবে এআই জেনারেটেড ছবি তৈরি করবেন স্ন্যাপচ্যাটে?

স্ন্যাপট্যাট প্লাস ব্যবহারকারীদের ক্যামেরা ইন্টারফেসের ডান পাশে ‘এআই’ অপশনে ক্লিক করে একটি উইন্ডোতে যেতে হবে। সেখানে নিজের মন মতো নির্দেশনা বা প্রমট লিখে, প্রদানের মাধ্যমে ছবি জেনারেট করতে পারবেন তাঁরা। যা পরে সেন্ড বাটনে ক্লিক করে অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ারও করা যাবে।

কীভাবে ব্যবহার করবেন এআই ছবি এক্সটেন্ড ফিচার?

এআই জেনারেটেড ছবির ফিচার বাদেও তোলা কোন ছবিকে এক্সটেন্ড করা যাবে। এই ফিচারটি ব্যবহার করতে স্ন্যাপচ্যাট প্লাস ব্যবহারকারীদের ছবি তুলে ক্রপ অপশনে ক্লিক করতে হবে। নতুন উইন্ডোতে নিচে ‘এক্সটেন্ড’ নামক অপশনে ক্লিক করে যেকোন ছবিকে এআই’য়ের সাহায্যে বর্ধিত করা যাবে।

নতুন এসব ফিচার বর্তমানে বিশ্বের নির্দিষ্ট কিছু অঞ্চলের স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের কাছে উপলব্ধ রয়েছে যা পর্যায়ক্রমে সকল গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন।

স্ন্যাপচ্যাটের সাম্প্রতিক এক তথ্যমতে, পুরো বিশ্বে স্ন্যাপচ্যাট প্লাসের প্রায় ৭০ লক্ষ বা ৭ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।

বাংলাদেশে স্ন্যাপচ্যাটের নানা প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে হলে, স্ন্যাপচ্যাট প্ল্যাস প্ল্যান ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের বর্তমানে মাসিক ৫০ টাকা করে গুনতে হয় যা বার্ষিক মেয়াদে প্রায় ৬০০ টাকা খরচ হয়।

Link copied!