মঙ্গলগ্রহে দেখা গেল ‘স্রোতের চিহ্নযুক্ত’ শিলা

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৫:০৬ পিএম

মঙ্গলগ্রহে দেখা গেল ‘স্রোতের চিহ্নযুক্ত’ শিলা

নাসার মহাকাশ গবেষণা যান কিউরিওসিটি মঙ্গলগ্রহে স্রোতের চিহ্ন রয়ে যাওয়া শিলা আবিষ্কার করেছে। একটি শুকনো এলাকা থেকে এই শিলাটি আবিষ্কার হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এর অর্থ হলো এই অঞ্চলে কোনো এক সময় হ্রদের উপস্থিতি ছিল।

এএফপির এক প্রতিবেদনে এ তথ্যটি প্রকাশিত হয়েছে।

২০১২ সাল থেকে মঙ্গলগ্রহের ওপর কাজ করা মহাকাশ রোভার কিউরিওসিটি পৃথক পৃথক সময়ে যে ছবিগুলো পাঠিয়েছে সেগুলো থেকে লাল গ্রহটিতে পানির উপস্থিতির ব্যাপারে বেশ আশাবাদী বিজ্ঞানীরা। সবশেষ কিউরিওসিটি শিলাটির এমন সব দারুণ ছবি পাঠিয়েছে যা থেকে বিজ্ঞানীরা ধারণা করছেন, ঘটনাস্থলে একশ কোটি বছর আগে কোনো হ্রদ ছিল। 

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার জেট প্রপালশন ল্যাবের গবেষক ও কিউরিওসিটি মিশনের অন্যতম বিজ্ঞানী আশ্বিন ভাসাভাদা বলেছেন, ‘এই মিশনে আমরা এতদিন যা দেখেছি তার মধ্যে এই আবিষ্কার গ্রহটিতে পানি ও তরঙ্গের উপস্থিতির সেরা প্রমাণ।’

এর আগেও মঙ্গলগ্রহের কিছু অংশ হ্রদ দ্বারা আবৃত ছিল বলে আবিষ্কার করে কিউরিওসিটি। সে সময় রোভারটি লবণাক্ত বেশ কিছু খনিজ আবিষ্কার করেছিল যা এলাকাটি শুকিয়ে যাওয়ার পর দেখা দেয় বলে ধারণা বিজ্ঞানীদের। 

আশ্বিন ভাসাভাদা এক বিবৃতিতে আরও বলেন, ‘আমরা কিউরিওসিটির মিশনের সময় অনেকগুলো হ্রদ আকৃতি গঠনের মধ্য দিয়ে গিয়েছি, কিন্তু ঢেউয়ের ফলে ক্ষয়ে যাওয়া শিলার চিহ্ন এত পরিষ্কারভাবে কখনও দেখিনি।’ শিলাটি মাউন্ট শার্প নামে ৫ কিলোমিটার দীর্ঘ একটি পর্বতের পাদদেশে অবস্থিত। এই পর্বতটিও আবিষ্কার করে কিউরিওসিটি। 

Link copied!