স্ট্রোক করে আইসিইউতে মোস্তফা সরওয়ার ফারুকী; দোয়া চাইলেন তিশা

শোবিজ ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৪, ০৫:২০ এএম

স্ট্রোক করে আইসিইউতে মোস্তফা সরওয়ার ফারুকী; দোয়া চাইলেন তিশা

সংগৃহীত ছবি

ব্রেইন স্ট্রোক করে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে আছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী। 

সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তাঁর স্ত্রী জনপ্রিয় অভিনেতা নুসরাত ইমরোজ তিশা।

এর আগে সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফারুকীকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অ্যানজিওগ্রাম করে চিকিৎসক ফারুকীর ব্রেন স্ট্রোকের কথা জানান।

পোস্টে তিশা লিখেছেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল অ্যানজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’

তবে ফারুকী কোন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিশা।

তিশার পোস্টের মন্তব্যের ঘরে আরোগ্য কামনা করেন ফারুকী ও তিশার শুভানুধ্যায়ী ও সহকর্মীরা।

এছাড়াও ফেসবুক পোস্টের মাধ্যমে নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেতা চঞ্চল চৌধুরী,  ফারুকীর আরোগ্য কামনা করেন।

মোস্তফা সরওয়ার ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তাঁর নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো মধ্যে রয়েছে “ব্যাচেলর”, “থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার”, “টেলিভিশন”, “পিঁপড়াবিদ্যা”, “ডুব” ইত্যাদি।

২০১০ সালে ১৬ জুলাই নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ভালোবেসে বিয়ে করেন। ইলহাম নুসরাত ফারুকী নামের তাদের এক সন্তান রয়েছে।

Link copied!