আজ বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর, থাকছেন প্রধানমন্ত্রী

শোবিজ ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৩, ০৬:৩০ এএম

আজ বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর, থাকছেন প্রধানমন্ত্রী

শেষ হলো অপেক্ষার পালা। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসতে চলেছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২’-এর আসর। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদও।

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা জাতীয় পুরস্কার। প্রতি বছরই এই পুরস্কার দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর প্রকাশ করা হয় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ প্রাপ্তদের তালিকা। সেদিন এক প্রজ্ঞাপনের মাধ্যমে তালিকাটি প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, ২০২২ সালের জন্য চলচ্চিত্রের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় ২৭টি ক্যাটাগরিতে মোট ৩২টি পুরস্কার দেওয়া হচ্ছে। এবার যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে মুহাম্মদ আব্দুল কাইউম প্রযোজিত চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং মো. তামজিদ উল আলম প্রযোজিত ‘পরাণ’।

‘হাওয়া’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য এবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অন্যদিকে, যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ‘বিউটি ‘সার্কাস’-এর জন্য জয়া আহসান এবং ‘শিমু’ চলচ্চিত্রের জন্য রিকিতা নন্দিনী শিমু। একই সিনেমার জন্য এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক নির্বাচিত হয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন।

অন্যদিকে এবার চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখায় আজীবন সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা কামরুল আলম খান খসরু। যিনি মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’-এর একজন নায়ক ছিলেন। খসরুর সঙ্গে এ বছর একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনাও পাচ্ছেন আজীবন সম্মাননা।

অন্যান্য ক্যাটাগরিতে আরও যারা পুরস্কার পাচ্ছেন-

সেরা প্রামাণ্য চলচ্চিত্র- বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা- মো. নাসির উদ্দিন খান (পরাণ)।

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী- আফসানা মিমি (পাপ পুণ্য) ।

শ্রেষ্ঠ খল অভিনেতা/অভিনেত্রী- সুভাশিষ ভৌমিক ( দেশান্তর)।

শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা/অভিনেত্রী- মো. সাইফুল ইমাম (অপারেশন সুন্দরবন)।

শ্রেষ্ঠ শিশুশিল্পী যৌথভাবে- বৃষ্টি আক্তার (রোহিঙ্গা) এবং মুনতাহা এমিলিয়া (বীরত্ব)।

শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার- মো. ফারজিনা আক্তার (কুড়া পক্ষীর শূন্যে উড়া)।

শ্রেষ্ঠ সংগীত পরিচালক- মাহমুদুল ইসলাম খান (পায়ের ছাপ)।

শ্রেষ্ঠ গায়ক- বাপ্পা মজুমদার (গান- এ মন ভিজে যায়, সিনেমা- অপারেশন সুন্দরবন)।

শ্রেষ্ঠ গায়িকা- আতিয়া আক্তার আনিসা (গান- এ শহরের পথে পথে, সিনেমা- পায়ের ছাপ)

শ্রেষ্ঠ গীতিকার- রবিউল ইসলাম জীবন (গান- ধীরে ধীরে তোর স্বপ্নে, সিনেমা- পরাণ)।

শ্রেষ্ঠ সুরকার: শওকত আলী ইমন (গান- এ শহরের পথে পথে, সিনেমা- পায়ের ছাপ)।

শ্রেষ্ঠ কাহিনিকার- যৌথভাবে ফরিদুর রেজা সাগর (দামাল) এবং খোরশেদ আলম খসরু (গলুই)।

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার- মুহাম্মদ আব্দুল কাইউম (কুড়া পক্ষীর শূন্যে উড়া)।

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা- এস এ হক অলিক (গলুই)।

শ্রেষ্ঠ সম্পাদক- সুজন মাহমুদ (শিমু)।

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক- হিমাদ্রি বড়ুয়া (রোহিঙ্গা)।

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক- আসাদুজ্জামান মজনু (রোহিঙ্গা)।

শ্রেষ্ঠ শব্দ গ্রাহক- রিপন নাথ (হাওয়া)।

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা- তানসিনা শাওন (শিমু)।

শ্রেষ্ঠ মেকআপম্যান- মো. খোকন মোল্লা (অপারেশন সুন্দরবন)।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসর উপস্থাপনা করবেন ঢালিউডের জনপ্রিয় জুটি ফেরদৌস এবং পূর্ণিমা। এর আগেও তারা একসঙ্গে এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। সুযোগ পেলেন আরও একবার। যথারীতি আজও পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে থাকবে তারকাদের নজরকাড়া পারফরমেন্স।

Link copied!