কলকাতার সিনেমায় যুক্ত হয়েছেন কাজী নওশাবা আহমেদ। অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে। এ সিনেমা দিয়েই টালিউডে যাত্রা শুরু হচ্ছে নওশাবার।
এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী নওশাবা জানান, ‘আমার ভীষণ টেনশন হচ্ছে। পরীক্ষার আগের রাতে যেমন হয়। কাজটা শেষ করে সবাইকে জানাতে চেয়েছিলাম। এখন সবাই জেনে গেছে। প্রত্যাশাও বেড়ে গেছে সকলের।
পরিচালক হিসেবে বেশ নাম কুড়িয়েছেন অনীক দত্ত। তার পরিচালনায় কাজ করবেন নওশাবা। সঙ্গে থাকবেন আবীর চট্টোপাধ্যায়। ১০ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হবে। দার্জিলিং ও কলকাতার বিভিন্ন জায়গায় চলবে দৃশ্য ধারণের কাজ।
নওশাবা বলেন, ‘টানা এক মাস শুটিং চলবে। তারপর কিছুদিনের বিরতি দিয়ে ফের কাজ শুরু হবে। আশা করছি ডিসেম্বরের মধ্যেই কাজটি শেষ হবে। নওশাবা আরও বলেন, ‘বাবা বেঁচে থাকলে খুব খুশি হতেন। আমি সবার কাছে দোয়া চাই।’
সিনেমার বাইরেও নওশাবা আলোচনায় ওয়েব সিরিজ ‘সাড়ে ষোলো’ নিয়ে। ইয়াসির আল হক পরিচালিত এ সিরিজ নিয়ে বলেন, ‘এটি একটি ম্যাচিউর ও স্মার্ট প্রোডাকশন। আমাদের দেশের মানুষ এমন কনটেন্ট আগে দেখেনি। এমন প্রজেক্টে কাজ করে খুবই ভালো লাগছে।’