ফোরকে রেজল্যুশনে মুক্তি পাচ্ছে ‘দ্য কিড’

বিনোদন প্রতিবেদক

মার্চ ৮, ২০২১, ১২:২৬ এএম

ফোরকে রেজল্যুশনে মুক্তি পাচ্ছে ‘দ্য কিড’

কিংবদন্তী অভিনেতা চার্লি চ্যাপলিন। তার অভিনীত এবং প্রথম পরিচালিত পূর্ণদৈর্ঘ্য ছবি ‘দ্য কিড’ আবারও মুক্তি পাচ্ছে।‘দ্য কিড’ প্রথম মুক্তি পেয়েছিল ১৯২১ সালে। ফোরকে রেজল্যুশনে রুপান্তর করে ছবিটি মুক্তির উদ্যোগ নিয়েছে ফরাসি চলচ্চিত্র প্রতিষ্ঠান এমকেটু।

ফ্রান্সে মুক্তি পাবে ছবিটি। বিশ্বব্যাপী ছবিটি পরিবেশন করবে পিস অব ম্যাজিক। লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, হংকং, রাশিয়া, চেক রিপাবলিক, গ্রিস, পর্তুগাল, সংযুক্ত আরব আমিরাত এবং দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের প্রায় ৫০টি অঞ্চলের দর্শক ছবিটি দেখার সুযোগ পাবেন। এই প্রজন্মের দর্শকদের জন্য ছবিটির নতুন পোস্টারও তৈরি করা হচ্ছে।

এমকেটু ও পরিবেশক সংস্থা পিস অব ম্যাজিক এক প্রেস কনফারেন্সে জানায়, ‘দ্য কিড’ ছাড়াও টুকে ও ফোরকে রেজল্যুশনে রূপান্তর করে চার্লি চ্যাপলিনের অন্য ছবিগুলোও মুক্তি দেওয়া হবে। সেসবের মধ্যে আছে ‘দ্য গোল্ড রাশ’ (১৯২৫), ‘সিটি লাইট’ (১৯৩১), ‘সি সার্কাস’ (১৯২৮), ‘মডার্ন টাইমস’ (১৯৩৬) এবং ‘দ্য গ্রেট ডিকটেটর’ (১৯৪০)।

ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও সুরকার স্যার চার্লিস স্পেন্সার চ্যাপলিন পরিচিত চার্লি চ্যাপলিন নামে। তাঁর জন্ম ১৬ এপ্রিল ১৮৮৯। তাঁকে চলচ্চিত্রের শ্রেষ্ঠতম মূকাভিনেতা ও কৌতুকাভিনেতাদের একজন বলে মনে করা হয়। চ্যাপলিন ১৯৭৭ সালের ২৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার অভিনীত সিনেমা জনপ্রিয়তা পেয়েছে অনেক বেশি। তার সিনেমাগুলোর মধ্যে আরও রয়েছে ‘মেকিং অব লিভিং’ (১৯১৪), ‘দ্য ট্রাম্প’ (১৯১৪), ‘কিড অটো রেসেস অ্যাট ভেনিস’ (১৯১৫), ‘আ ডগস লাইফ’ (১৯১৭), ‘শোল্ডার আর্মস’ (১৯১৮), ‘লাইম লাইট’ (১৯৫২), ‘আ কিং অব নিউইয়র্ক’ (১৯৫৭)।

Link copied!