মাত্র ৪ মিনিটেই ‘দামাল’র টিকিট শেষ, চলচ্চিত্র উৎসবে রেকর্ড

বিনোদন প্রতিবেদক

ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৪:০৪ এএম

মাত্র ৪ মিনিটেই ‘দামাল’র টিকিট শেষ, চলচ্চিত্র উৎসবে রেকর্ড

গত ৫ ফেব্রুয়ারি‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’ উৎসবের পর্দা ওঠে। দেখতে দেখতে ৪ দিন পেরিয়ে গেল এ উৎসবের। শুরুর দিকে কিছুটা দর্শকখরা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে যেনো সিনেমা দেখার ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে।

উৎসবের চতুর্থতম দিনে অন্যরকম এক রেকর্ড হয় বলে জানান উৎসব সংশ্লিষ্টরা। তাদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ''এবার আমরা আগের তুলনায় বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছি। ‘হাওয়া’র টিকিট যেমন দুপুর ১২ টার মধ্যে শেষ হয়ে গিয়েছিলো আজকে ‘দামাল’র টিকিট ছাড়ার ৪মিনিটেই শেষ হয়ে যায়।''

এর আগে দেখা যায় দামাল এর শো শুরু হবার ৩ থেকে ৩:৩০ ঘন্টা আগেই ঝুলিয়ে রাখা হয়েছে টিকিট শেষের ঘোষণা।

এই যখন অবস্থা তখন অনেকেই বলছিলেন এই চলচ্চিত্র উৎসব যেনো বাংলা চলচ্চিত্র শিল্পের নতুন করে বিপ্লব নিয়ে আসবে।

নাম প্রকাশ না করার শর্তে দ্য রিপোর্ট ডট লাইভকে এক দর্শক বলেন, “আমি বাংলা চলচ্চিত্র বেশি পছন্দ করি। তরুণ প্রজন্মের কাছে বাংলা সিনেমা তুলে ধরার জন্য এমন উৎসবের দরকার। আর সিনেমা হলে টিকিট কেটে দেখা আমাদের জন্য কষ্টকর। কিন্তু এখানে স্বল্প মূলে টিকিট কেটে দেখতে পারছে সবাই। এটা অনেক ভালো বাংলা সিনেমার জন্য।'

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে পাঁচ দিনব্যাপী এ উৎসব চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

Link copied!