যেভাবে নির্ধারিত হয় ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড

মুবিন আহমেদ

জানুয়ারি ১৭, ২০২৪, ০৩:০৫ পিএম

যেভাবে নির্ধারিত হয় ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড

টানা দ্বিতীয়বার ও সর্বমোট অষ্টমবারের মতো ফিফার বর্ষসেরা (দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার) হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। 

সোমবার রাতে লন্ডনে জমকালো অনুষ্ঠানে বিজয়ী হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। 

এবারে মেসিকে দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড দেয়ার পরপরই উঠে সমালোচনা। মেসি আর ম্যানসিটি ফরোয়ার্ড আর্লিং হাল্যান্ডের লড়াই হয়েছে সমানে সমান। অনেকে বলছেন হালান্ডের ট্রফি লুট করেছেন মেসি! আবার অনেকের মনে প্রশ্ন জাগছে যে কীভাবে দেয়া হয় এই অ্যাওয়ার্ড।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রবর্তিত অ্যাওয়ার্ড “দ্য বেস্ট”। বর্ষসেরা পুরুষ ও নারী খেলোয়াড়, কোচ ও গোলকিপারকে পুরস্কৃত করে থাকে ফিফা। এক্ষেত্রে একাধিক ধাপে চলে মনোনয়ন, বাছাই প্রক্রিয়া ও ভোটাভুটি। শেষে নির্ধারিত হয় সেরা খেলোয়াড়, কোচ ও গোলকিপার।

যেভাবে নির্ধারিত হয় অ্যাওয়ার্ড

অ্যাওয়ার্ডের জন্য প্রথমে ফিফার সহযোগী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তথ্য-উপাত্ত নিয়ে একটি প্রাথমিক তালিকা করেন ফিফা প্রতিনিধিরা। সেখান থেকে ফিফার বিশেষজ্ঞ প্যানেলের বিচারকেরা একটি সংক্ষিপ্ত তালিকা করেন। পুরুষ ও নারীদের জন্য দুটি আলাদা বিশেষজ্ঞ প্যানেল কাজ করে। বিশেষজ্ঞ প্যানেলে সাধারণত স্বনামধন্য সাবেক খেলোয়াড় ও কোচেরা থাকেন।

এবার ছেলেদের এই অ্যাওয়ার্ড এর ক্ষেত্রে ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময়কালের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়। সেখান থেকে বাছাই করে ফিফা ১২ জনের সংক্ষিপ্ত তালিকা জানায় গত বছরের ১৪ সেপ্টেম্বর।

এরপর ১৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলে ভোটাভুটি। একজন ভোটার ভোট করতে পারেন সর্বোচ্চ তিনজনকে। পছন্দ অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয়- এই প্রক্রিয়ায় নিজেদের রায় জানান। এখানে এক নম্বরে রাখা খেলোয়াড়ের জন্য বরাদ্দ ৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানে রাখা খেলোয়াড় ২ পয়েন্ট ও সবশেষে অবস্থানে রাখা খেলোয়াড় পান ১ পয়েন্ট। সবার মিলিত ভোটে যিনি এগিয়ে থাকেন, তিনিই জেতেন বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

এবারে প্রশ্ন হচ্ছে কেন মেসিই সেরা হলেন

ভোটারদের রায়ে শীর্ষ তিনে ছিলেন মেসি, এমবাপে ও হাল্যান্ড। তবে মেসি ও হাল্যান্ডের পয়েন্ট সমান হওয়ার পরেও পুরস্কার গেছে মেসির হাতে।  

ছেলেদের এই  অ্যাওয়ার্ডের ক্ষেত্রে ফিফা দ্য বেস্টের রুলস অব অ্যালোকেশনের ১২ নম্বর ধারাতে বলা আছে, সেরা খেলোয়াড় নির্বাচনে মোট পয়েন্ট সমান হলে জাতীয় দলের অধিনায়কদের প্রথম পছন্দের ভোট বা পাঁচ পয়েন্টের ভোট যে বেশি পাবেন, তিনি ওপরে থাকবেন। সেই হিসেবেই হাল্যান্ডের প্রায় দ্বিগুণ ভোট পেয়ে ২০২৩ সালের বর্ষসেরা হয়ে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

১০৭ জন অধিনায়ক বছরের সেরা খেলোয়াড়ের ভোট দিয়েছেন মেসিকে। হাল্যান্ডকে সেরা ভেবেছেন ৬৪ জন। এমবাপেকে সেরার ভোট দিয়েছেন ১৩ অধিনায়ক। দ্বিতীয় সেরার ভোটের জন্য ৩ ও তৃতীয় সেরার জন্য ১- এই হিসেবে মেসি সবমিলিয়ে অধিনায়কদের কাছ থেকে পেয়েছেন ৬৭৭ পয়েন্ট। হাল্যান্ড পেয়েছেন ৫৫৭ পয়েন্ট, তৃতীয় হওয়া এমবাপে ২৮২ পয়েন্ট পেয়েছেন।

সাধারণ ফুটবল ভক্তদের ভোটে হাল্যান্ডের প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন মেসি। ভক্তদের ৬ লাখ ১৩ হাজার ২৯৩ পয়েন্ট মেসির। হাল্যান্ড পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার পয়েন্ট।

ভোটের চার বিভাগের প্রতিটিতে যারা সেরা হয়েছেন, তারা পেয়েছেন ১৩ পয়েন্ট করে। দ্বিতীয় সেরারা ১১ পয়েন্ট করে ও তৃতীয় সেরারা ৯ পয়েন্ট করে পেয়েছেন। তালিকায় পরের দিকে থাকারা পেয়েছেন ৮, ৭, ৬, ৫, ৪, ৩, ২, ১ পয়েন্ট করে। এই চার বিভাগের পয়েন্ট যোগ করেই চূড়ান্ত হিসেব করা হয়েছে।

তবে ২০২৩ সালের “দ্য বেস্ট” হিসেবে সেরার ভোট দিতে গিয়ে নিজেকেই ভোট দেননি মেসি। সেরা তিনের জন্য সাবেক সতীর্থ কিলিয়ান এমবাপেকেও বেছে নেননি তিনি। প্রতিদ্বন্দ্বী আর্লিং হাল্যান্ডকেই দিয়েছেন ভোট। 

সেরার ভোটে মেসির সেরা তিন ছিলেন আর্লিং হাল্যান্ড, কিলিয়ান এমবাপে এবং হুলিয়ান আলভারেজ। এমনকি লন্ডনে পুরস্কার ঘোষণার সময়ও উপস্থিতও ছিলেন না মেসি। ব্যস্ত ছিলেন ইন্টার মিয়ামির দলীয় ট্রেনিংয়ে।

Link copied!