সাকিব সুস্থ আছেন, জ্বর ও ব্যথা কমেছে

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৩, ০১:০৫ এএম

সাকিব সুস্থ আছেন, জ্বর ও ব্যথা কমেছে

সাকিব আল হাসানের জ্বর কমেছে। আর উরুর ব্যথাও কম। ফলে ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে খেলা। সে ম্যাচে তিনি খেলতে পারবেন। 

সাকিব নিউজিল্যান্ডের ম্যাচ খেলার সময় উরুতে ব্যথা পান। পরে হাসপাতালে যান। সেখানে জানানো হয় সমস্যা রয়েছে। 

বিশ্রামে ছিলেন সাকিব। স্ক্যান রিপোর্টে চোটের গ্রেড জানানো হয়নি। সাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। রবিবার তিনি ভাল বোধ করেন। ফলে ভারতের ম্যাচে খেলছেন বাংলাদেশ অধিনায়ক। 

এই বিশ্বকাপের নিজেদের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে হারায় টাইগাররা। এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছে তারা। 

Link copied!