সাকিব আল হাসান ও মাহেদি হাসানের ঝড়ো হাফ-সেঞ্চুরির সাথে দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহিরের দারুন বোলিং নৈপুন্যে বিপিএল চট্টগ্রাম পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলো রংপুর রাইডার্স।
মঙ্গলবার নিজেদের নবম ম্যাচে রংপুর ৭৮ রানে হারিয়েছে খুলনা টাইগার্সকে। ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর।
৮ ম্যাচে ৪টি করে জয়-হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে থাকলো খুলনা। প্রথম চার ম্যাচ জয়ের পর টানা চার ম্যাচই হারলো খুলনা।
সাকিব ৩১ বলে ৬৯ রান করেন। বোলিংয়ে তিনি ৩০ রানে ২ উইকেট নেন। রংপুরের তাহির ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।