অধিনায়কত্বের অভিষেকেই ২৫ বছরের রেকর্ড ভাঙলেন শান্ত

মুবিন আহমেদ

সেপ্টেম্বর ২৭, ২০২৩, ১২:০৩ এএম

অধিনায়কত্বের অভিষেকেই ২৫ বছরের রেকর্ড ভাঙলেন শান্ত

ছবি: ক্রিকইনফো

মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেণ  স্বাগতিক দলের অধিনায়ক শান্ত। এরপর ব্যাটিংয়ে নেমে গড়েছেন এক নতুন কীর্তি।

একদিনের ক্রিকেটে নেতৃত্বের অভিষেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এতদিন ছিল আমিনুল ইসলাম বুলবুলের। ১৯৯৮ সালের মার্চে ৭০ রান করেছিলেন তিনি। ১২৬ বল মোকাবিলায় মেরেছিলেন পাঁচটি চার। মোহালিতে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। ২৫ বছরের ব্যবধানের আমিনুলকে টপকে শীর্ষে উঠলেন ফর্মের তুঙ্গে থাকা নাজমুল শান্ত।

এদিকে বাংলাদেশের ১৬তম ওয়ানডে দলনেতা হিসেবে এদিন অভিষেক হয়েছে শান্তর। আর নেতৃত্বের অভিষেকে চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি। ম্যাচের তখন ২০ ওভার চলছিল। ওভারের পঞ্চম বলে নিউজিল্যান্ডের স্পিনার কোল ম্যাকনকিকে কাভারে ঠেলে প্রান্ত বদল করেই ব্যাটটা উঁচিয়ে ধরলেন নাজমুল হোসেন। সেটি যেমন ফিফটির উদযাপন তেমনি দুর্দান্ত ফর্ম ধরে রাখার বিবৃতিও।

শান্ত ও আমিনুল ছাড়া এই সংস্করণে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে ফিফটি করেছেন আর দু‍‍`জন। তারা হলেন হাবিবুল বাশার সুমন ও সাকিব আল হাসান। ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এই সংস্করণে অধিনায়ক হিসেবে অভিষেকেই ফিফটি তুলে নেন হাবিবুল বাশার (৬১)। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ডমিনিকায় ওয়ানডে অধিনায়ক হিসেবে ফিফটি পেয়েছিলেন সাকিব আল হাসান (৫৪)। এর ১৪ বছর পর আজ চতুর্থ ক্রিকেটার হিসেবে এ তালিকায় নাম লেখালেন শান্ত।

তবে শান্ত একটি জায়গায় ছাড়িয়ে গেছেন বাকি তিনজনকে। ৮৪ বলে ৭৬ রান করে  বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস এখন বাঁহাতি এই ব্যাটারের।  

Link copied!