জার্সির তারকা নিয়ে যে হৈ চৈ, সেই তারকার প্রচলন করেছিল ব্রাজিল

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২২, ০৩:৪৭ পিএম

জার্সির তারকা নিয়ে যে হৈ চৈ, সেই তারকার প্রচলন করেছিল ব্রাজিল

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের পর থেকে জার্সিতে তারার ব্যবহার নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ১৮ ডিসেম্বর থেকেই প্রিয় দলের জার্সিতে ‘তিন তারা’ দেখার অপেক্ষায় আর্জেন্টিনার সমর্থকেরা। সাধারণত বিশ্ব চ্যাম্পিয়নের তকমাকে বোঝাতে মূলত জার্সিতে তারার ব্যবহার হয়। যে দল যত বিশ্বকাপ জিতেছে, তাদের জার্সিতে ততগুলো তারা দেখা যায়। 

তারকাখচিত জার্সি পরে মাঠে নামার যাত্রা শুরু হয় ব্রাজিলের হাত ধরে। ১৯৫৮, ১৯৬২ আর ১৯৭০ সালের তিনটি বিশ্বকাপ জয়কে স্মরণ করে ১৯৭৪ সালে পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো জার্সির লোগোর ওপর তিন তারা নিয়ে খেলতে নেমে সবার নজর কাড়ে ব্রাজিল। এবারের বিশ্বকাপেও ফুটবল অ্যাসোসিয়েশনের লোগোর ওপর তাদের পাঁচটি বিশ্বকাপ অনুযায়ী পাঁচটি তারার ব্যবহার করেছে ব্রাজিল দল। এরপর ১৯৯৪ বিশ্বকাপ জিতে চার তারকা, আর ২০০২ বিশ্বকাপ জিতে পাঁচ তারকা ব্যবহার শুরু করে ব্রাজিল। ‘হেক্সা’ বা ষষ্ঠ তারার স্বপ্ন পূরণে অপেক্ষায় দুই দশক ধরে খেলছে তারা।

ব্রাজিলের জার্সিতে প্রথম তারা ব্যবহারের প্রায় এক যুগ পর ইতালি ব্রাজিলকে অনুসরণ করে ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে তাদের জার্সিতে ১৯৩৪, ১৯৩৮ ও ১৯৮২ বিশ্বকাপ জয়কে স্মরণ করে ‘তিন তারকা’ ধারণ করেছিল। এরপর ২০০৬ সালে বিশ্বকাপ জিতে নিজেদের জার্সিতে চতুর্থ তারাটি যোগ করেছে। জার্মানি তৃতীয় বিশ্বকাপ জয়েরও ৮ বছর পর ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে জার্মানি নিজেদের জার্সিতে ১৯৫৪, ১৯৭৪ ও ১৯৯০ বিশ্বকাপ জয়কে স্মরণ করে তিন তারা ব্যবহার করেছিল। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ জিতে সেই তারার সংখ্যা একটি বাড়িয়েছে।

পরবর্তীতে ব্রাজিল, ইতালি, জার্মানি আর আর্জেন্টিনার সঙ্গে তাল মিলিয়ে জার্সিতে তারার ব্যবহার করছে ফ্রান্স, উরুগুয়ে আর স্পেনও।

উরুগুয়ে অবশ্য সবার থেকে নিজেদের একটু আলাদা করে রেখেছে। ১৯৩০ ও ১৯৫০ সালে দুটি বিশ্বকাপ জিতলেও লাতিন দেশটি জার্সিতে ব্যবহার করে চার তারকা। উরুগুয়ের জার্সিতে সবাই যখন চার তারকা দেখলো তখন সবার মনে প্রশ্ন জাগলো, দুটি বিশ্বকাপ জেতার পরও তারা কেন চারটি তারা ব্যবহার করে? উরুগুয়ে ফুটবল ফেডারেশন যুক্তি দিলো, তাদের ‘বিশ্বাস’ করে তারা ‘চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন!’ এর পেছনের ব্যাখ্যা হলো, বিশ্ব ফুটবলের এক সময়কার বড় শক্তি উরুগুয়ে ১৯২৪ সালে প্যারিস ও ১৯২৮ সালে আমস্টারডামে অনুষ্ঠিত অলিম্পিক ফুটবলে সোনা জিতেছিল। সে সময় বিশ্বকাপ ফুটবল শুরু হয়নি। বলা যায়, অলিম্পিকই ছিল ফুটবলের ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপ’। দুটি অলিম্পিকে সোনার পদক জেতা নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন দাবি করে উরুগুয়ে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে রাজি করিয়েই জার্সিতে চার তারকা ব্যবহার করছে তারা।

এবারের বিশ্বকাপে জয়ের পর আর্জেন্টিনার জার্সিতে যুক্ত হচ্ছে নতুন একটি তারা। ১৯৭৮ ও ১৯৮৬—এই দুইবার বিশ্বকাপ জেতার পরও আর্জেন্টিনার লোগোর ওপর তারা বসতে সময় লেগে গিয়েছিল প্রায় দুই দশক। ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে, মানে আর্জেন্টিনার দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ২০ বছর পর জার্সিতে দুই তারা নিয়ে খেলতে নেমেছিলেন আইমার, আয়ালা, সোরিন, রিকেলমে, মেসিরা।

কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস প্রস্তুত করেছে তিন তারাখচিত আর্জেন্টাইন জার্সির রেপ্লিকা। তবে কবে থেকে জার্সিটি বাজারে আসবে তা জানা যায়নি। লিওনেল স্কালোনির দলকেও জার্সিতে তিন তারা নিয়ে নামতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

Link copied!