তৃতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত তামিম ইকবালের। প্রথম ম্যাচেও তিনি তাই করেছেন। আর বাংলাদেশ জিতেছেও। সে ম্যাচে জয় ৮৮ রানে। বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। আফগানিস্তান দলে আবার ফেরানো হয়েছে গুলবাদিন নাইবকে।
ওয়ানডে র্যাংকিংয়ের ৬ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশ ক্রিকেট দলের। আজ জিতলে সেই উন্নতি হবে। হোয়াইটওয়াশের মিশন। ২-০ এগিয়ে রয়েছে তারা। আগের দুটি ম্যাচে এসেছে জয়।
বাংলাদেশ দল : তামিম (অধিনায়ক), লিটন, সাকিব, মুশফিক (উইকেটরক্ষক), ইয়াসির আলি, মাহমুদউল্লাহ, আফিফ, মিরাজ, তাসকিন, শরীফুল, মোস্তাফিজ।
আফগানিস্তান দল : হাসমতউল্লাহ (অধিনায়ক), রহমতউল্লাহ (উইকেটরক্ষক), রিয়াজ, রহমত, নাজিবুল্লাহ, আজমাতউল্লাহ, নবি, নাইব, রশিদ , মুজিব, ফজলহক।