আগস্টে আসছে অমিক্রনের বুস্টার ডোজ!

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৩:০০ পিএম

আগস্টে আসছে অমিক্রনের বুস্টার ডোজ!

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন প্রতিরোধে টিকার বুস্টার ডোজ আসছে আগস্ট নাগাদ প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না। প্রতিষ্ঠঅনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফান ব্যানসেল এ তথ্য জানিয়েছেন। তবে বিদ্যমান টিকার চেয়ে নতুন এই টিকা বেশি কার্যকর হবে কি না, তা নিয়ে এখনও পরীক্ষার তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও তিনি জানান।

গত মাসে। ওমিক্রনের জন্য বিশেষভাবে প্রস্তুত করা মডার্নার টিকার বুস্টার ডোজের ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হয়। বানরের ওপর চালানো ওই পরীক্ষার দেখা গেছে, ওমিক্রনের জন্য তৈরি এই বিশেষ ডোজ বিদ্যমান টিকার বুস্টার ডোজের চেয়ে বেশি সুরক্ষা না-ও দিতে পারে।

এ বিষয়ে মডার্নার প্রধান নির্বাহী স্টিফান ব্যানসেল গণমাধ্যমে বলেন, “তার প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে আগামী আগস্টের মধ্যে এই বুস্টার ডোজ প্রস্তুত করা। কারণ, ওই সময়ের পর ঝুঁকিপূর্ণ অনেক মানুষের জন্য এই ডোজের প্রয়োজন হতে পারে।”

স্টিফান আরও বলেন, “করোনাভাইরাস, ফ্লু ও শ্বাসতন্ত্রের অন্যান্য রোগ থেকে মুক্তির জন্য একটি টিকা তৈরিতে মডার্না কাজ করছে। সেই টিকা ২০২৩ সালের আগস্টে আসতে পারে।

প্রসঙ্গত, মডার্নার টিকা তৈরিতে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা তৈরিতেও। ওমিক্রনের দাপটে বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় বেড়ে গেছে।ভয়ংকর এই ধরনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের হার বেড়ে গেছে।

Link copied!