ইতালিতে ৩ দিনের কঠোর লকডাউন শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২১, ১২:১০ পিএম

ইতালিতে ৩ দিনের কঠোর লকডাউন শুরু

করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় তিনদিনের কঠোর লকডাউন দিয়েছে ইতালি। খ্রিস্টার্ন ধর্মের অন্যতম উৎসব ইস্টারের ছুটিকে কেন্দ্র করে এই লকডাউন দেওয়া হয়েছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় ইতালি এই কঠোর লকডাউন আরোপে সব এলাকায়ই এখন রেড জোন ঘোষণা করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। দেশটিতে দিনে প্রায় ২০ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছে।

প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া নিষিদ্ধ করা হলেও নাগরিকদের নিজ বাড়িতে আরও দু’জনের সাথে ইস্টার উৎসবের খাবার খেতে অনুমতি দেওয়া হয়েছে। গির্জাগুলোও খোলা থাকছে। তবে যাজকরা নিজ এলাকার বাইরে সেবা দিতে পারবেন না।

পোপ ফ্রান্সিস সেন্ট পিটার্স স্কয়ারে তার ইস্টার বার্তা দেবেন। ছুটির সপ্তাহ পরে, ইতালির বিভিন্ন অঞ্চল মাসের শেষ অবধি ‘কমলা অঞ্চল’ বা ‘রেড জোন’ নামে আলাদা আলাদা বিধিনিষেধে থাকবে।

ইতালির এসব নিষেধাজ্ঞা এমন সময়ে এলো যখন পুরো ইউরোপ করোনায় টালমাতাল অবস্থা। করোনায় দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ১০ হাজার ৩২৮ জন, মোট আক্রান্ত হয়েছেন ৩৬ লাখেরও বেশি মানুষ।

Link copied!