উপহারের দুটি অক্সিজেন প্ল্যান্ট নিয়ে বাংলাদেশে ভারতীয় জাহাজ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২১, ০১:০২ পিএম

উপহারের দুটি অক্সিজেন প্ল্যান্ট নিয়ে বাংলাদেশে ভারতীয় জাহাজ

২টি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট নিয়ে বাংলাদেশে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর অফশোর টহল জাহাজ আইএনএস সাবিত্রী। প্ল্যান্টগুলোর অক্সিজেন উৎপাদন ক্ষমতা প্রতি মিনিটে ৯৬০ লিটার। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জাহাজ ২টি চট্টগ্রাম বন্দরে এসে পৗঁছায়।

ভারতের ডিআরডিও নির্মিত প্ল্যান্টগুলি কোভিড মহামারী মোকাবিলায় বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। একটি প্ল্যান্ট ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে এবং অপরটি বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করা হয়েছে বিএনএস পতেঙ্গায় স্থাপন করার জন্য।

স্বয়ংসম্পূর্ণ অত্যাধুনিক এই প্ল্যান্টগুলি অত্যন্ত সাশ্রয়ী উপায়ে তাৎক্ষণিক অক্সিজেন তৈরি করতে পারে। হাসপাতালে সরাসরি অক্রিজেন সরবরাহ করার পাশাপাশি এগুলি অক্সিজেন সিলিন্ডার রিফিল করার জন্যও ব্যবহার করা যাবে। প্ল্যান্টগুলি চিকিৎসাকাজে ব্যবহারের জন্য প্রেসার স্যুইং অ্যাবসর্পশন (পিএসএ) নীতিসহ জিওলাইট (মলিকুলার সীভ) প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত মেডিকেল অক্সিজেন উৎপন্ন করে।

আইএনএস সাবিত্রীর এই বাংলাদেশ সফর ২০২১ সালে ভারতীয় নৌবাহিনী জাহাজের দ্বিতীয় বন্দর পরিদর্শন। এর আগে ২০২১ সালের মার্চ মাসে, যৌথভাবে মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর দু’টি জাহাজ প্রথমবারের মতো মংলা সফরে এসেছিল ।

আইএনএস সাবিত্রী একটি অফশোর টহল জাহাজ যা ভারতের বিশাল এক্সক্লুসিভ ইকোনমিক জোনে টহল দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। ভারতের পূর্বাঞ্চলীয় নৌবহরের অংশ হিসেবে, আইএনএস সাবিত্রী সহায়তা কার্যক্রম, উপকূলীয় এবং উপকূল থেকে দূরবর্তী টহল, সমুদ্রে নজরদারি এবং যোগাযোগ ব্যবস্থার ওপর নজরদারি চালায়। জাহাজটির নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার এন রবি সিং।

বাংলাদেশ সফরকালে, জাহাজের কর্মকর্তারা তাদের বাংলাদেশী সমমর্যাদাসম্পন্নদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে এবং ফেরার পথে ভারতীয় নৌবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলি ৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে বঙ্গোপসাগরে প্যাসেজ মহড়ায় অংশ নেবে।

বাংলাদেশ নৌবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলি পারস্পরিক সফর একটি চলমান কার্যক্রম এবং এর মাধ্যমে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং ঘনিষ্ঠ সহযোগিতার মনোভাবকে দৃঢ়তর করতে সহায়তা করে।

Link copied!