এখন পর্যন্ত নিরাপদ আছে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৫:৫৪ পিএম

এখন পর্যন্ত নিরাপদ আছে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান এখনো নিরাপদ আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শনকালে তিনি একথা বলেন৷

করোনা পুরোপুরি নির্মূল হওয়ার আগেই স্কুল-কলেজ খুলে দেওয়া হলেও এখনো কোন সংক্রমণের খবর পাওয়া যায়নি। এপ্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাড়তি সচেতনতায় স্কুল-কলেজ খোলায় এখনও সংক্রমণের কোন খবর আমরা পাইনি’। এসময় শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বাড়তি জোর প্রদান করেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্কুল কলেজ পরিদর্শন করছি। অনেক প্রতিষ্ঠানে হঠাৎ করে যাচ্ছি৷ সেখান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের বাস্তব চালচিত্র পাব’।

তবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখনও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সচল রাখতে পারেনি বলে জানিয়ে তিনি বলেন, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়ত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সময় পেলেও প্রান্তিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পুরোপুরি শেষ করতে পারেনি’।

উল্লেখ্য, এর আগে গত ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হলেও উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো এখনো খোলা হয়নি।

Link copied!