করোনা: চট্টগ্রামে উন্মুক্ত স্থানে জমায়েত-সভা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২২, ২০২১, ০৯:০১ এএম

করোনা: চট্টগ্রামে উন্মুক্ত স্থানে জমায়েত-সভা নিষিদ্ধ

চট্টগ্রামে করোনার সংক্রমণ রোধে উন্মুক্ত স্থানে মাহফিলসহ ধর্মীয় অনুষ্ঠান ও রাজনৈতিকসহ সকল সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। নগরীর সকল ক্লাব, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হোটেল-রেস্টুরেন্টগুলোতে সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানসহ অন্যান্য জমায়েতে ১০০ জনের বেশি অতিথির সমাগমও নিষিদ্ধ থাকবে।

চট্টগ্রাম সার্কিট হাউসে রবিবার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এই নির্দেশনা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।

ডিসি মোহাম্মদ মমিনুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণে চট্টগ্রামসহ সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে গেছে। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুসারে করোনার ঝুঁকি মোকাবিলায় এখন থেকে ক্লাব, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হোটেল-রেস্টুরেন্টগুলোতে সামাজিক ও রাজনৈতিকসহ অন্যান্য অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথির সমাগম নিষিদ্ধ করা হচ্ছে।

ডিসি মমিনুর বলেন, সীমিত পরিসরে অনুষ্ঠান চলাকালে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি ও কমপক্ষে তিনি ফুট শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে। এ বিষয়ে কমিউনিটি সেন্টার ও হোটেল-রেস্টুরেন্ট মালিকদের কাছে চিঠি দেওয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রকাশ্য স্থানে সভা-সমাবেশ, ওরশ, মিলাদ মাহফিল, মহোৎসব ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আপাতত বন্ধ থাকবে। এ নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিসি আরো বলেন, করোনা পরিস্থিতিতে মাস্ক পরাসহ শতভাগ স্বাস্থ্য নিশ্চিতে সমুদ্র সৈকত, পার্ক, বিনোদন কেন্দ্র ও অন্যান্য দর্শনীয় স্থানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পাশাপাশি মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার করছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়ার সঞ্চালনায় সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডিসি মমিনুর রহমান। বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল, সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা, জেলা আনসার কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস প্রমুখ।

Link copied!