করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল সাড়ে ২৫ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২, ২০২১, ০৩:৩০ পিএম

করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল সাড়ে ২৫ লাখ

মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই দীর্ঘতর হচ্ছে মৃত্যুমিছিল। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সোয়া ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৫ লাখ ৫০ হাজার ১৯২জন।  মোট আক্রান্ত  হয়েছেন ১১ কোটি ৪৯ লাখ ৯১  হাজার ৪১জন। করোনায়  এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৭ লাখ ৭হাজার৩৯১ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ২৭ হাজার ২২৬জন মারা গেছেন। দেশটিতে মোট  আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৩লাখ ১৪ হাজার ২৫৪। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৯৮ লাখ ১৭হাজার ৫৩২জন।

মৃতের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। লাতিন আমেরিকার এ দেশটিতে মারা গেছেন ২ লাখ ৫৫ হাজার ৮৩৬জন । মোট  আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫ লাখ ৮৯হাজার ৬০৮জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ লাখ ৬৭হাজার ১০০জন।

মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকো। যুক্তরাষ্ট্রের প্রতিবেশি এ দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৮৯ হাজার ২৮১ জন। গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৪৩জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৮৬হাজার ১৫২জন। গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৪৩৭জন।  

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ অবস্থানে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১১ লাখ ২৩ হাজার ৬১৯ জন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ২৭৫জন।  

যুক্তরাজ্যে মোট শনাক্তের সংখ্যা ৪১ লাখ ৮২ হাজার ৯। দেশটিতে মোট মারা গেছেন ১ লাখ ২২ হাজার ৯৫৩ জন। এ পর্যন্ত মোট সৃস্থ হয়েছেন ২৯লাখ ৫৯ হাজার ৮৮৪জন।

এছাড়া ইতালিতে ৯৭ হাজার ৯৪৫ জন, ফ্রান্সে ৮৬হাজার ৮০৩জন, রাশিয়ায় ৮৬ হাজার ৪৫৫ জন,  স্পেনে ৬৯ হাজার ৬০৯জন ও জার্মানিতে ৭০হাজার ৯২৪ জন মারা গেছেন।

করোনাভাইরাসের উৎসদেশ হিসেবে পরিচিত চীনে এ পর্যন্ত মৃত্যু সংখ্যা ৪হাজার ৬৩৬ অপরিবর্তিত রয়েছে। দেশটিতে নতুন ১১ জনের দেহে  করোনাভা্রিাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ৯২৩।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

Link copied!