আবার করোনার ‘ডেল্টা’ ভ্যারিয়েন্ট আতঙ্ক ছড়াচ্ছে চীনে। দেশটির উত্তর অঞ্চলের নানজিং প্রদেশে নতুন করে ছড়িয়ে পড়ছে করোনার এই রূপ। বিপুল সংখ্যায় করোনা পরীক্ষা, নানা স্থানে কড়া বিধিনিষেধের পরেও নানজিংয়ের বিমানবন্দর থেকে ছড়িয়ে পড়তে শুরু করেছে সংক্রমণ।
গত শীতে শেষ বার করোনার এই বিপুল সংক্রমণ দেখেছিল চীন। ফের জুলাইয়ে এসে বাড়ছে সংক্রমণ।
বার্তা সংস্তা রয়টার্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নানজিং প্রদেশে ২০০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণের হাত থেকে ছাড় পায়নি রাজধানী বেইজিংও। সেখানেও করোনার ডেল্টা ভ্যারিয়েরেন্ট আক্রান্ত এক জনের সন্ধান মিলেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই ব্যক্তি সম্প্রতি নানজিং গিয়েছিলেন। সেখান থেকেই সংক্রমণ নিয়ে তিনি বেইজিংয়ে এসেছেন। বেইজিংয়ে ছ’মাস পর স্থানীয় ভাবে সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে।
চীনের প্রশাসন জানিয়েছে, ডেল্টা রূপে প্রথম আক্রান্ত হন নানজিং প্রদেশের বিমানবন্দর-কর্মীরা। দ্রুত তা ছড়িয়ে পড়ে আশেপাশে। বাড়তে বাড়তে সেই সংক্রমণ বৃহস্পতিবার পৌঁছে গিয়েছে ২০০-এ।
গত শীতের পর এক ধাক্কায় এত জন করোনা আক্রান্ত হননি উত্তর-পূর্ব চীনে। গত শীতে এই অংশেই ২ হাজারের বেশি মানুষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। এ বারের সংক্রমণ সেই আতঙ্ক ফিরিয়ে আনছে।
সূত্র: রয়টার্স।