দুই বছর পর করোনায় দৈনিক শনাক্ত ২০ জনের নিচে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২২, ০৪:৪৭ পিএম

দুই বছর পর করোনায় দৈনিক শনাক্ত ২০ জনের নিচে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার গত ২৪ ঘন্টায় কারও মৃত্যু হয়নি। তবে এসময়ে মাত্র ১৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে দীর্ঘ দুই বছর পর দৈনিক শনাক্তের সংখ্যা ২০ এর নিচে নেমেছে। এর আগে, ২০২০ সালের ৫ এপ্রিল এক দিনে ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার গত ২৪ ঘন্টায় নতুন ১৯ জনকে নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৫২ হাজার ৬০২ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যুও হয়নি। এ নিয়ে টানা ছয় দিন করোনায় মৃত্যুহীন দেখল বাংলাদেশ। দেশে করোনায় এ পর্যন্ত ২৯ হাজার ১২৭ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬৪ জন।এনিয়ে দেশে করোনা থেকে মোট ১৮ লাখ ৯৪ হাজার ১২৩ জন সুস্থ হয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। ২০২০ সালের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে।  প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। ২০২০ সালের এপ্রিলের পর ২০২১ সালের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে দেশ মৃত্যুহীন দিন পার করে।সর্বশেষ দ্বিতীয়বারের মতো গত বছরের ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ। পরবর্তীতে চলতি বছরের ১৫ মার্চ ও ১৬ মার্চ টানা দুই দিন করোনায় মৃত্যুশূন্য দিন পার করলো।

Link copied!