বিশ্বে করোনায় আরও ১০ হাজারের বেশি মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৯:৫৭ এএম

বিশ্বে করোনায় আরও ১০ হাজারের বেশি মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ১০ হাজার ২০০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। আর নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ লাখ ৬২ হাজার ৪৮৪ জন।

এ নিয়ে মহামারিতে মোট মৃত্যু ৪৬ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে। একদিনে নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে সাড়ে ৫ লাখ। মোট আক্রান্ত ২২ কোটি ৭২ লাখের ওপর। যুক্তরাষ্ট্রে আবারও ২ হাজারের ওপর দৈনিক প্রাণহানি। ১ লাখ ৫৬ হাজারের কাছাকাছি নতুন সংক্রমিতের সংখ্যা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২২ কোটি ৬৩ লাখ ২১ হাজার ৪১৪ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪৬ লাখ ৫৮ হাজার ২৬৭ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ১৫ লাখ ৩৫ হাজার ৬৬৬ জন এবং মারা গেছেন ৬ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ৭৫৫ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৩ হাজার ৪৯৭ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ১০ লাখ ৩৪ হাজার ৬১০ জন এবং মারা গেছেন ৫ লাখ ৮৮ হাজার ৫৯৭ জন।

বুধবার মেক্সিকোয় মারা গেছে ১ হাজার ৪৬ জন। ব্রাজিল ও রাশিয়ায় প্রাণহানি ৮শ’য়ের কাছাকাছি। এদিন সাড়ে ৪শ’ মৃত্যু দেখেছে ইরান। ৫৩২ জনের মৃত্যু লিপিবদ্ধ হয়েছে ভারতে।

এছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৫৭৭ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ২৬ ডোজ।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৫৮ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন।

Link copied!