দেশে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে। তাই লকডাউন বা বিধিনিষেধ আরোপের চিন্তা নেই সরকারের। রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে সাভারে নির্মাণাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ালেও দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাই নতুন করে বিধিনিষেধ আরোপ কিংবা লকডাউনের চিন্তা ভাবনা নেই।”
জাহিদ মালেক বলেন, “বিশ্বের নানা দেশে ওমিক্রন সংক্রমণ বেড়ে গেলেও বাংলাদেশের পরিস্থিতি ভালো। তবে, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আপাতত সীমান্ত বন্ধ করার পরিকল্পনা নেই। দেশের পরিস্থিতি ভালো ও নিরাপদে আছে, তাই কোনো বিষয়ে চিন্তার কারণ নেই।”
এছাড়া বাংলাদেশে পর্যাপ্ত করোনার টিকা রয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।