নতুন করে ব্যবহার করুন শুকিয়ে যাওয়া মাসকারা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৬, ২০২২, ০৭:২৭ পিএম

নতুন করে ব্যবহার করুন শুকিয়ে যাওয়া মাসকারা

শখ করে নানা ধরনের সামগ্রী কিনলেও অনেক ক্ষেত্রেই আমরা তা নিয়মিত ব্যবহার করি না। অনেক সময় ব্যবহার না করার ফলে, পড়ে থেকে মাসকারা শুকিয়ে যায়। ব্যবহারযোগ্য থাকে না। এ দিকে মাত্র বার কয়েক ব্যবহার করা, প্রায় নতুন মাসকারা ফেলে দিতেও গায়ে লাগে। আমাদের হাতের কাছেই এমন কিছু জিনিস থাকে যেগুলো ব্যবহার করে শুকিয়ে যাওয়া মাসকারা আবার প্রায় আগের পর্যায়ে ফিরিয়ে আনা যায়।

পুরনো মাসকারা আগের পর্যায়ে ফিরিয়ে আনার তিনটি উপায় :

১) লেন্স সলিউশনযদি চোখে কনট্যাক্ট লেন্স ব্যবহার করার অভ্যাস থাকে, তা হলে বাড়িতে লেন্স সলিউশনও থাকবে। ৪ থেকে ৫ ফোঁটা ভাল মানের লেন্স সলিউশন মিশিয়ে মুখ বন্ধ করে দিন। কিছু ক্ষণ রেখে, দুই হাতের তালুতে ঘষে ঘষে গরম করে নিয়ে তার পর ব্যবহার করুন।

২) গরম জলমাসকারা টিউবের মুখ বন্ধ করে এক গ্লাস গরম জলে ডুবিয়ে রেখে দিন। কিছু ক্ষণ পর ব্যবহার করুন।

৩) নারকেল তেলকনট্যাক্ট লেন্সের সলিউশন না থাকলে তার বদলে ব্যবহার করতে পারেন নারকেল তেল। ৪ থেকে ৫ ফোঁটা নারকেল তেল মিশিয়ে মুখ বন্ধ করে দিন। কিছু ক্ষণ রেখে, দুই হাতের তালুতে ঘষে ঘষে গরম করে নিয়ে তার পর ব্যবহার করুন।

কী কী করবেন না?

১) মাসকারা টিউবের মুখ খুলে রাখবেন না।

২) অ্যালকোহল জাতীয় কোনও দ্রবণ মেশাবেন না।

৩) ঘরে পাখা চালিয়ে মাসকারা ব্যবহার করবেন না।

সূত্র: আনন্দবাজার

Link copied!