যুদ্ধবিরতির মধ্যে ইউক্রেনে রুশ হামলা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৬, ২০২২, ০৫:৪৫ এএম

যুদ্ধবিরতির মধ্যে ইউক্রেনে রুশ হামলা অব্যাহত

যুদ্ধবিরতির মধ্যে মারিউপুল ও ভলনোভাকা এলাকায় রাশিয়া হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। এর আগে, ইউক্রেনে আটকে পড়া বেসামরিক জনগণের কথা ভেবে সাময়িক যুদ্ধবিরতির জন্য ইউক্রেনের দেয়া প্রস্তাবে সম্মত হয় রাশিয়া। 

ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, ওই বৈঠকে দুই দেশের তরফেই যে মানবিক করিডোর তৈরির প্রস্তাবে সম্মতি জানানো হয়েছিল, সেই প্রস্তাব মেনেই সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা করা হয়।

রাশিয়ার বার্তা সংস্থা তাস’র খবরে বলা হয়, শনিবার লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম জিএমটি অনুযায়ী ৭টা থেকে ১৪টা (বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত) যুদ্ধ বিরতিতে দুই দেশ সম্মত হয়। 

রাশিয়ার সংবাদসংস্থা স্পুটনিকের খবরে বলা হয়, ৭ ঘণ্টার জন্য এই যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়। এই সময়ের মধ্যে কোনও হামলা চালাবে না রুশ সেনা। পাল্টা প্রত্যাঘাত করতে পারবে না ইউক্রেনও। 

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের উপরে রাশিয়া সামরিক অভিযান চালাচ্ছে। পুরোদমে রাশিয়ার সেই আক্রমণ প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। এরইমাঝে গত সপ্তাহ থেকে দুইবার মুখোমুখি বৈঠকেও বসেছে দুই দেশ। প্রথম দফা বৈঠক বিশেষ ফলপ্রসূ না হওয়ায় দ্বিতীয় দফায় বৈঠকে বসে দুদেশের প্রতিনিধিরা। বেলারুশের ব্রেস্ট এলাকায় চলা ওই বৈঠকের দ্বিতীয় দফাতেও যুদ্ধ ধামাতে সম্মত হয়নি রাশিয়া। তবে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য একটি হিউম্যান করিডর গঠনে দুই দেশ সম্মত হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মানবিক এলাকা গঠনে সম্মতির আলোকেই ৭ ঘন্টার যুদ্ধ বিরতিতে রাজি হয় দুই দেশ। 

 

Link copied!