ইউক্রেনের সহযোগিতায় বিশ্ববাসী এগিয়ে আসুন: প্রিয়াঙ্কা চোপড়া

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০২:৫৭ পিএম

ইউক্রেনের সহযোগিতায় বিশ্ববাসী এগিয়ে আসুন: প্রিয়াঙ্কা চোপড়া

রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের জনগণের সহযোগিতায়ে এগিয়ে আসতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোরালো আহবান জানিয়ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

ইউক্রেনের রাজধানীসহ বিভিন্ন  অঞ্চলে রুশ সেনাদের হামলায় আতঙ্কে দিন কাটাচ্ছে ইউক্রেনের জনগণ। দুই দেশের এই সংঘাতের বিষয়টি সারা বিশ্বের মানুষ অবগত। আর তাই ইউনিসেফের একজন সদস্য হিসেবে তিনি সংঘাত নিরসণে বিশ্ববাসীকে তিনি এগিয়ে আসার আহবান জানান।

গতকাল শুক্রবার ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে ইউক্রেনবাসীকে সহযোগিতার অনুরোধ জানান সাবেক এই মিস ওয়ার্ল্ড।

ক্যাপশনে তিনি লিখেছেন- 'ইউক্রেনের পরিস্থিতি খুবই ভয়াবহ। নিরীহ মানুষ তাদের এবং প্রিয়জনদের জীবন নিয়ে শঙ্কিত। দেশটির জনগণ ভয়ের মধ্যে বসবাস করছে। তারা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রয়েছেন। আধুনিক বিশ্বে এটি কতটা বিপর্যয়মূলক সমস্যায় সৃষ্টি করতে পারে তা বোঝা কঠিন। তবে এটি এমন পরিস্থিতি যা পরবর্তীতে বিশ্বজুড়ে প্রভাব ফেলবে।'

প্রিয়াঙ্কার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বেঁচে থাকার স্বার্থে সাবওয়ে স্টেশনগুলো কীভাবে বাঙ্কার হিসেবে ব্যবহার করছে ইউক্রেনের মানুষরা। সেখানে আরেক বলিউড অভিনেত্রী বিপাশা বসু লিখেছেন- 'হৃদয়বিদারক'।

শুধু প্রিয়াঙ্কা চোপড়াই নন, ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন সোনু সুদ, তিলোত্তমা শোমসহ অনেক তারকা। এদিকে গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের জনগণের কাছে গভীর ক্ষমা প্রার্থনা করেছেন রাশিয়ান জনপ্রিয় অভিনেত্রী ইরিনা স্টারশেনবাউম।

Link copied!