জাপানের নতুন নিষেধাজ্ঞায় ১৭ রুশ নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৫, ২০২২, ০৮:২৫ পিএম

জাপানের নতুন নিষেধাজ্ঞায় ১৭ রুশ নাগরিক

ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে নতুন করে ১৭ রুশ নাগরিকের সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। স্থানীয় সময় আজ মঙ্গলবার জাপানের অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। সংবাদমাধ্যম রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে বিভিন্ন রুশ প্রতিষ্ঠান ও নাগরিকের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে আন্তর্জাতিক বিশ্ব। অনেক কোম্পানি ইতিমধ্যে রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। কোনো কোনো দেশ দফায় দফায় নিষেধাজ্ঞা দিচ্ছে।

মঙ্গলবার জাপান নতুন করে ১৭ রুশ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। জাপানের অর্থ মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার ১১ সদস্য, ব্যাংকার ইয়ুরি কোভালচুক এবং ধনকুবের ভিক্টর ভেকসেলবার্গকে নতুন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে।

Link copied!