প্রয়োজনে অবশ্যই পরমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৪, ২০২২, ০১:২৭ এএম

প্রয়োজনে অবশ্যই পরমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

অস্তিত্ব হুমকির মুখে পড়লেই রাশিয়া পারমাণবিক অস্ত্রের ব্যবহার করবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেসকোভ। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন গণমাধ্যম সিএনএন’কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।  

সাক্ষাৎকারে দিমিত্রি পেসকোভ বলেন, “দেশের সুরক্ষায় নিজস্ব কিছু নীতিমালা আর শক্ত অবস্থান রয়েছে রাশিয়ার। যা প্রায় গোটা বিশ্বই জানে। পাশাপাশি সবাই এটাও জানে- ঠিক কোন পর্যায়ের কোনঠাসা হলে গণবিধ্বংসী অস্ত্র প্রয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।”

তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, আমাদের দেশের অস্তিত্বকে হুমকিতে ফেলতে পারে এমন কিছু ঘটলে, নিয়ম অনুয়ায়ী পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যেতেই পারে।”

ক্রেমলিনের এই মুখপাত্র  সিএনএনকে আরও বলেন, ‘ইউক্রেনে পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ করছে রাশিয়া।’ এর আগে গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার পারমাণবিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার জন্য নির্দেশ দেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ২৮ ফেব্রুয়ারি জানায়, তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র বাহিনী এবং উত্তর ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহরগুলোকে বর্ধিত যুদ্ধের দায়িত্বে নিয়োজিত করেছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো কিনজল (ড্যাগার) হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এই ক্ষেপণাস্ত্রটি এক ঘণ্টার মধ্যে পৃথিবীর যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সূত্র: সিএনএন

Link copied!