যুদ্ধ বন্ধের আহ্বান ইউক্রেনের ফার্স্ট লেডির

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৬, ২০২২, ০৪:১৭ পিএম

যুদ্ধ বন্ধের আহ্বান ইউক্রেনের ফার্স্ট লেডির

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ২১তম দিন আজ। যুদ্ধের ভয়াবহতা কমছেই না। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। এরইমধ্যে ইউক্রেন ছেড়েছে কয়েক লাখ নাগরিক। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা বলেছেন, ‘যুদ্ধ বন্ধ করুন’।

এবিসি নিউজে পাঠনো এক বিবৃতিতে ওলেনা জেলেনস্কা এ কথা বলেন। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ এবং অন্তত ৭১ শিশুসহ বেসামরিকের মৃত্যুকে ‘গণহত্যা’ বলেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি।

৪৪ বছর বয়সী জেলেনস্কা লিখেছেন, ‘সহধর্মীকে নিয়ে নিরাপত্তা ঝুঁকিতে আছি। তাই ফোনে বা ব্যক্তিগতভাবে কারও সঙ্গে যোগাযোগ করতে পারছি না। বিশ্ব এখন ভয়াবহ সংকটে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে শুধু দুটি শব্দই উচ্চারণ করবো, যুদ্ধ বন্ধ করুন।’

২০১৯ সালে ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জেলেনস্কা ফার্স্ট লেডি হিসাবে দেশটিতে স্কুলে খাবারের মান স্বাস্থ্যসম্মত করতে উদ্যোগ নিয়েছিলেন। রুশ হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

ওলেনা জেলেনস্কা বিশ্ববাসীকে বলেছেন, ‘ইউক্রেনে রুশ হামলা বন্ধ করতে আমাদের সাহায্য করুন।’

এর আগে, গত সপ্তাহে বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশে একটি চিঠিতে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। চিঠিতে তিনি যুদ্ধের ভয়াবহতা, বিশেষ করে নারী ও শিশুদের কথা তুলে ধরেন।

Link copied!