যুদ্ধে ব্যর্থতায় আট জেনারেলকে বরখাস্ত করেছেন পুতিন?

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২২, ০১:৫৭ পিএম

যুদ্ধে ব্যর্থতায় আট জেনারেলকে বরখাস্ত করেছেন পুতিন?

ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কয়েক শীর্ষস্থানীয় সেনা জেনারেলকে বরখাস্ত করেছেন। সে জায়গায় নতুন জেনারেল নিয়োগ দিয়েছেন তিনি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের নিরাপত্তা পরামর্শক সংস্থার বরাতে সংবাদমাধ্যম লাইভ মিন্ট এসব তথ্য জানিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আজ রবিবার রুশ হামলা ১৮তম দিনে গড়িয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিন দুদিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা।

তাদের ভাষ্যমতে, প্রতিরোধসহ নানা কৌশলের মাধ্যমে রুশ সেনাদের অগ্রগতি ধীর করে দিতে সক্ষম হয়েছে ইউক্রেন বাহিনী।

এর মধ্যেই ইউক্রেনের নিরাপত্তা পরামর্শক সংস্থার প্রধান ওলেকসি দানিলভ বলেন, দুর্বল রণকৌশল ও কয়েক দফায় রাশিয়ার লজ্জাজনক হারের কারণে পুতিন এ পর্যন্ত আট সেনা জেনারেলকে বরখাস্ত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, “শত্রুপক্ষের বিরুদ্ধে ঠিকমতো কাজ করতে না পারায় তাদের আট জেনারেলকে পদচ্যুত করা হয়েছে। সে জায়গায় নতুন মানুষদের নিয়োগ দেওয়া হয়েছে। রুশ ফেডারেশনে কী ঘটতে যাচ্ছে, তা আমরা পরিষ্কার করে বুঝতে পারছি। আমি বলতে পারি, তারা এখন মরিয়া অবস্থায় আছে।”

দানিলভ আরও বলেন, “রুশরা কখনো চিন্তাও করেনি যে আমরা এতটা ঐক্যবদ্ধ এক জাতি।” তবে তিনি মনে করেন, সামনের পথটিকে মসৃণ ভাবার সুযোগ নেই।

দানিলভ বলেন, “সামনের পথটি কঠিন হবে। শত্রুকে খাটো করে দেখা যাবে না। সব দিক থেকে তাদের পরাজিত করতে প্রস্তুত আছি আমরা। তবে তারা (শত্রুপক্ষ) পঙ্গপালের মতো লুকিয়ে ও হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে পারে।”

আরও পড়ুন:

ইউক্রেনে বিমান হামলার সতর্কসংকেত: বিবিসি

Link copied!