যেসব দেশের ফ্লাইট নিষিদ্ধ করল রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২২, ০৪:৪০ এএম

যেসব দেশের ফ্লাইট নিষিদ্ধ করল রাশিয়া

ব্রিটেন, জার্মানিসহ ৩৬টি দেশের জন্য রাশিয়া তাদের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করেছে।সোমবার এক বার্তায় এ ঘোষণা দেয় রাশিয়ান ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি (রোসাভিয়েটসিয়া)। মার্কিন গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কানাডা, যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্বের বেশ কয়েক দেশ তাদের আকাশ পথ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের ২৪ ঘন্টার মধ্যেই পাল্টা ব্যবস্থা নিল ক্রেমনিল।

যেসব দেশের ফ্লাইট নিষিদ্ধ:

অস্ট্রিয়া, আলবেনিয়া, অ্যাঙ্গুইলা, বেলজিয়াম, বুলগেরিয়া, দ্যা ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, যুক্তরাজ্য, হাঙ্গেরি, জার্মানি, জিব্রাল্টার, গ্রীস, ডেনমার্ক, জার্সি, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, ইতালি, কানাডা, সাইপ্রাস, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, সুইডেন ও এস্তোনিয়া।

বার্তা সংস্থা ইন্টারফেক্সের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী ৩৬টি দেশের এয়ারলাইন্সের ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বার্তা সংস্থাটি বলেছে, এই দেশগুলো থেকে ফ্লাইট রোসাভিয়েটসিয়া বা রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে পরিচালনা করা যাবে।

প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। সোমবার  দেশটির ৪টি শহরে দখলে নিয়েছে রুশ বাহিনী। হামলা শুরুর পর থেকে গত চার দিনে আনুমানিক ৫ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সরকার।

সোমবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে ইউক্রেন সরকারের এই দাবি নিশ্চিত করতে পারেনি বিবিসিসহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন গণমাধ্যম।

Link copied!